Tumi robe nirobe lyrics | তুমি রবে নীরবে গানের লিরিক্স

Rate this post

আপনি কি Tumi robe nirobe এই রবীন্দ্রসঙ্গীত এর লিরিক্স খুজছেন, আমাদের এই পোস্টে সেই গানের লিরিক্স দেওয়া হইলো বাংলাতে এবং ইংরেজিতে। এই গানের লেখক আমাদের প্রিয় রবিন্দ্রনাথ ঠাকুর।

তুমি রবে নীরবে এই গানটি নতুন ভাবে গেয়েছেন – মোনালি ঠাকুর | Rabindra Sangeet | Rtv Music

Tumi-Robe-Nirobe-Bengali-lyrics
Tumi Robe Nirobe Bengali lyrics

Tumi robe nirobe Song information:

Composition – Rabindranath Tagore
Music: Tumi Robe Nirobe
Singer: Monali Thakur
তুমি রবে নীরবে – মোনালি ঠাকুর
Rabindra Sangeet
Rtv Music

Tumi robe nirobe lyrics In Bengali language

তুমি রবে নীরবে, হৃদয়ে মম
তুমি রবে নীরবে
নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী-সম
তুমি রবে নীরবে, হৃদয়ে মম
তুমি রবে নীরবে।

মম জীবন যৌবন, মম অখিল ভুবন
তুমি ভরিবে গৌরবে নিশীথিনী-সম
তুমি রবে নীরবে, হৃদয়ে মম
তুমি রবে নীরবে।

জাগিবে একাকী, তব করুণ আঁখি
তব অঞ্চল-ছায়া মোরে রহিবে ঢাকি
মম দুঃখ-বেদন মম সফল-স্বপন
মম দুঃখ-বেদন মম সফল-স্বপন
তুমি ভরিবে সৌরভে, নিশীথিনী-সম।
তুমি রবে নীরবে, হৃদয়ে মম
তুমি রবে নীরবে,
নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী-সম
তুমি রবে নীরবে, হৃদয়ে মম
তুমি রবে নীরবে।




Tumi robe nirobe lyrics in english

Tumi rabe nirabe, hr̥daye mama
tumi rabe nirabe
nibiṛa nibhr̥ta purṇima nisithini-sama
Tumi rabe nirabe, hr̥daye mama
tumi rabe nirabe.

Mama jibana yaubana, mama akhila bhubana
tumi bharibe gaurabē nisithini-sama
tumi rabe nirabe, hr̥daẏe mama
tumi rabe nirabe.

Jagibe ekaki, taba karuṇa amkhi
taba elaka-chaẏa more rahibe ḍhaki
mama duḥkha-bedana mama saphala-sbapana
mama duḥkha-bedana mama saphala-sbapana
tumi bharibē saurabhe, nisithini-sama.

Tumi rabe nirabe, hr̥daye mama
tumi rabe nirabe
nibiṛa nibhr̥ta purṇima nisithini-sama
Tumi rabe nirabe, hr̥daye mama
tumi rabe nirabe

Q: মাঝে মাঝে তব দেখা পাই lyrics download।

Ans: এই লিরিক্সটি দাউনলোড করতে আমাদের এই পোস্টের কপি বাটান এ ক্লিক করুন।

Q: মাঝে মাঝে তব দেখা পাই কার লেখা?

Ans: এই গানটি Rabindranath Tagore এর লেখা।

➤এই গানটির অফিসিয়াল ভিডিও দেখতে এখানে ক্লিক করুন নিচের দেওয়া ভিডিও থেকে দেখতে পারেন।

➤এই ধরনের আরও বাংলা সুন্দর সুন্দর গানের লিরিক্স পড়বার জন্য আমাদের ওয়েবসাইট এর হোম পেজ ভিজিট করুন ক্লিক করুন

Leave a Comment