Tumi Nirmolo Koro Mongolo Kore Lyrics বাংলায়। জীবনে ধার্মিকতা ও সাধুতার পথ বেছে নেওয়া সঠিক হলেও তা সহজ না। “তুমি নির্মল করো” (Tumi Nirmolo Koro) গানটিতে কবি রজনীকান্ত সেন (Rajanikanta Sen) ঈশ্বরের কাছে সততা ও নির্মলতার পথ প্রদর্শনের প্রার্থনা জানিয়েছেন।
জীবনে প্রশান্তির জন্য চাই সরলতা, সার্থহীনতা, জাগতিক আকাঙ্ক্ষাকে ত্যাগ করার ইচ্ছে। তবেই গড়ে উঠতে পারে এক পাপমুক্ত সমাজ। তাই কবি এই গানের কথায় তুলে ধরেছেন এক প্রার্থনা – ঈশ্বর যেন মানুষকে সততার পথে চলার সাহস ও শক্তি দেন। কবির নানান লেখায় বারংবার ফুটে উঠেছে জীবনে সঠিক পথ বেছে নেওয়ার মাধ্যমে আধ্যাত্মিকতা খুঁজে নেওয়ার কথা।
বিষয়বস্তু
Tumi Nirmolo Koro Mongolo Kore song information:
Song | Tumi Nirmal Karo Mangal Kare (তুমি নির্মল কর মঙ্গল করে) |
Singer | Sandhya Mukherjee |
Lyricist | Rajanikanta Sen |
Music | Rajanikanta Sen |
Label | Saregama India Ltd |
Tumi Nirmolo Koro Mongolo Kore Lyrics In Bengali
তুমি নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। তব পূণ্য-কিরণ দিয়ে যাক মোর মোহ-কালিমা ঘুচায়ে। মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। লক্ষ্য শূন্য, লক্ষ বাসনা, ছুটিছে গভীর আঁধারে জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। প্রভু, বিশ্ব বিপদহন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা তব শ্রীচরণ তলে নিয়ে এসো মোর মোহো-বাসনা গুছায়ে, মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। আছো অনল-অনিলে চিরনভোনীলে, ভূধর-সলিলে গহনে আছো বিটপীলতায় জলদের গায় শশীতারকায় তপনে। আমি নয়নে বসন বাঁধিয়া, বসে আঁধারে মরিগো কাঁদিয়া আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাও হে দেখায়ে বুঝায়ে। মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। তব পূণ্য-কিরণ দিয়ে যাক, মোর মোহ-কালিমা ঘুচায়ে। মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে।
এই ধরণের হাজারো ধরনের বাংলা গানের লিরিক্স বাংলা এবং ইংলিশে পেতে নিচে ক্লিক করুন।
Tumi Nirmolo Koro Mongolo Kore Lyrics In English
Tumi Nirmal Karo Mangalo Karo Molino mormo muchaye। Tobo punno-kirono diye jaak mor Moho kalima ghuchaye। Molino mormo muchaye। Tumi Nirmal Karo Mangalo Karo Molino mormo muchaye। Lokkho shunno, lokkho bashona, Chutiche sobhir andhare Jani na kokhon dube jaabe kon Akul gorol pathare। Probhu, bissho bipodhonta, Tumi darao rudhiya pontha Taba shrichoron toley niye esho mor Moho basona ghuchaye, Molino mormo muchaye। Tumi Nirmal Karo Mangalo Karo Molino mormo muchaye। Achho anal-anile chironvonile, Vudhor-salile gohone Achho Bitpilotay joloder gay Soshi tar kay topone। Ami noyone boson badhiya, Bose adhare morigo kandiya Ami dekhi nai kichhu bujhi nai kichhu Dau he dekhaye bujhaye। Molino mormo muchaye। Tumi Nirmal Karo Mangalo Karo Molino mormo muchaye। Tobo purno-kiron diye jak, mor Moho kalima ghuchaye। Molino mormo muchaye। Tumi Nirmal Karo Mangalo Karo Molino mormo muchaye।
➤এই গানটির অফিসিয়াল ভিডিও দেখতে এখানে ক্লিক করুন, অথবা নিচের দেওয়া ভিডিও থেকে দেখতে পারেন।