Tomay Hrid Majhare Rakhbo (তোমায় হৃদ মাঝারে রাখবো) একটি খুব জনপ্রিয় বাংলা ঐতিহ্যবাহী লোকগান। গানের কথা লিখেছেন দ্বিজ ভূষণ এবং সঙ্গীত করেছেন বৈষ্ণব কীর্তন। অনেক বাঙালি গায়ক প্রাণ দিয়ে গানটি গেয়েছেন। গানটি গেয়েছেন লোপামুদ্রা মিত্র, বোলেপুর ব্লুজ, লক্ষ্মণ দাস, গৌতম দাস বাউল, আকৃতি কাকর।
বিষয়বস্তু
Tomay Hrid Majhare Rakhbo song information:
Song | Tomay Hrid Majhare Rakhbo |
Singer | Lopamudra Mitra, Bolepur Blues, Laxman Das, Gautam Das Baul, Rishi Panda |
Lyricist | Dwij Bhushan |
Tomay Hrid Majhare Rakhbo Lyrics In Bengali
তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না, ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না না না, ছেড়ে দেবো না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেবো না। ভূবনো মোহনো গোরা কোন মণিজনার মনোহরা, ভূবনো মোহনো গোরা কোন মণিজনার মনোহরা, ওরে রাধার প্রেমে মাতোয়ারা চাঁদ গৌর আমার রাধার প্রেমে মাতোয়ারা, ধূলায় যাই ভাই গড়াগড়ি। যেতে চাইলে যেতে দেবো না না না না যেতে চাইলে দেবো না না না যেতে দেবো না। তোমায় হৃদয় মাঝে, তোমায় হৃদয় মাঝে রাখিবো ছেড়ে দেবো না তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না। যাবো ব্রজের কুলে কুলে, যাবো ব্রজের কুলে কুলে মাখবো পায়ে রাঙ্গাধূলি, যাবো ব্রজের কুলে কুলে মাখবো পায়ে রাঙ্গাধূলি, ওরে পাগল মন .. যাবো ব্রজের কুলে কুলে মাখবো পায়ে রাঙ্গাধূলি, ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে, চলে গেলে, চলে গেলে যেতে দেবো না না না, যেতে দেবো না। তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না, তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেবো না। যে ডাকে চাঁদ গৌর বলে ওগো ভয় কিগো তার ব্রজের কুলে, যে ডাকে চাঁদ গৌর বলে ওগো ভয় কিগো তার ব্রজের কুলে, ওরে দ্বিজ ভূষণ চাঁদ বলে চরন ছেড়ে দেবো না না না ছেড়ে দেবো না। তোমায় বক্ষ মাঝে, তোমায় বক্ষ মাঝে রাখিবো ছেড়ে দেবো না তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাব না না না আর পাব না। তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেবো না।
এই ধরণের হাজারো বাংলা, হিন্দি, ইংলিশ গানের লিরিক্স পেতে
Tomay Hrid Majhare Rakhbo Lyrics In English
Tomay hrid majhare rakhbo chere debo na Tomay hrid majhare rakhbo chere debo na Ore chere dile sonar gour ar pabo na Khepa chere dile sonar gour ar pabo na Ar pabo na na na, chhere debo na Tomay hrid majhare rakhbo chere debo na Tomay bokhyo majhe rakhibo chhere debo na Bhubono mohono gora Kon moni jonar mono hora, Bhubono mohono gora Kon moni jonar mono hora, Ore radhar preme matowara Chand gour amar radhar preme matowara, Dhulay jay bhai gora-gori. Jete chaile jete debo na na na na Jete chaile jete debona na na jete debo na. Tomay hrid majh, Tomay hrid majhare rakhbo chere debo na Tomay hrid majhare rakhbo chere debo na. Jabo brojer kule kule Jabo brojer kule kule Makhbo paaye ranga dhuli, Jabo brojer kule kule Makhbo paaye ranga dhuli, Ore pagol mon ... Jabo brojer kule kule Makhbo paaye ranga dhuli, Ore noyonete noyon diye rakhbo tare Ore noyonete noyon diye rakhbo tare, Chole gele, Chole gele jete debo na na na, Jete debo na. Tomay hrid majhare rakhbo chere debo na, Tomay bokhyo majhe rakhibo chhere debo na. Je dake chand gour bole O go voy ki tar brozer kule Je dake chand gour bole O go voy ki tar brozer kule O re diz vushon chand bole Choron chhere debo na na na chhre debo na. Tomay bokhyo majhe, Tomay bokhyo majhe rakhibo chhere debo na Tomay hrid majhare rakhbo chere debo na. Ore chere dile sonar gour ar pabo na Khepa chere dile sonar gour ar pabo na Ar pabo na na na, ar pabo na. Tomay hrid majhare rakhbo chere debo na. Tomay bokhyo majhe rakhibo chhere debo na.
➤এই গানটির অফিসিয়াল ভিডিও দেখতে এখানে ক্লিক করুন, অথবা নিচের দেওয়া ভিডিও থেকে দেখতে পারেন।