Taray Taray Lyrics | তারায় তারায় লিরিক্স | Sung by James

5/5 - (1 vote)

Taray Taray Lyrics are written by the Legendary poet SHAMSUR RAHAMAN. and this song was sung by James. Re-Composed by TAPOSH.

taray taray lyrics
Taray taray lyrics
Taray taray video song

Taray Taray song information ♬

🎵 Song TitleTaray Taray
🎤 SingerJames
📝 LyricistShamsur Rahman
🎸 MusicJames
📻 Music LabelGaan Bangla TV
Song info table

Taray Taray Lyrics In Bengali ♬

সুন্দরীতমা আমার,
তুমি নীলিমার দিকে তাকিয়ে
বলতে পারো,
এই আকাশ আমার। 

নীলাকাশ রবে নিরুত্তর
মানুষ আমি চেয়ে দেখো,
নীলাকাশ রবে নিরুত্তর
যদি তুমি বলো আমি
একান্ত তোমার। 

আমি তারায় তারায় রটিয়ে দেবো
তুমি আমার,
আমি তারায় তারায় রটিয়ে দেবো
তুমি আমার।। 

ক্যামেলিয়া হাতে এই সন্ধ্যায়
ভালোবেসে যতখুশি,
বলতে পারো
এই ফুল আমার। 

ফুল শুধু ছড়াবে সৌরভ
লজ্জায় বলবে না কিছুই,
ফুল শুধু ছড়াবে সৌরভ
লজ্জায় বলবে না কিছুই,
ফুল থাকবে নীরব ..
আমি তারায় তারায়, রটিয়ে দেবো
তুমি আমার,
আমি তারায় তারায় রটিয়ে দেবো
তুমি আমার।। 

জোছনা লুটালে
তুমি অধিকার নিয়ে,
বলতে পারো
এই জোছনা আমার। 

এই চাঁদ খুজবে না উত্তর
একবার যদি বলো,
এই চাঁদ খুজবে না উত্তর
একবার যদি বলো আমাকে,
আমি থাকবো না নির্বাক ..
আমি তারায় তারায়, রটিয়ে দেব
তুমি আমার,
আমি তারায় তারায় রটিয়ে দেব
তুমি আমার,
তারায় তারায় রটিয়ে দেব
তুমি আমার,
আমি তারায় তারায় রটিয়ে দেব
তুমি আমার।। 

এই ধরণের হাজারো ধরনের বাংলা গানের লিরিক্স বাংলা এবং ইংলিশে পেতে নিচে ক্লিক করুন।

Taray Taray Lyrics In English ♬

Shundoritoma amar
Tumi nelimar dike takiye
Bolte paro 
Ei akash amar...

Neelakash robe niruttor
Manush ami cheye dekho
Neelakash robe niruttor
Jodi tumi bolo ami ekanto tomar...

Ami Taray Taray Rotiye Debo
Tumi amar(X2)

Camellia haate ei sondhay
Valobeshe joto khushi
Bolte paaro, 
Ei ful amaar...

Phool sudhu chorabe saurobh
Lojjay bolbe na kichui(X2)
Phul thakbe nirob
Ami Taray Taray Rotiye Debo
Tumi aamar(X2)

Jochona lutale
Tumi odhikaar niye
Bolte paro, Ei jochona amar
...
Ei chand khujbe na uttor
Ekbaar jodi bolo
Ei chad khujbe na uttar
Ek baar jodi bolo amake
Aami thakbo na nirbaak

Ami Taarai Taarai Rotiye Debo
Tumi amar
(X4).
  1. Q: Taray Taray Song Lyrics written by?

    Ans: Written by poet Shamsur Rahman.

  2. Q: Taray Taray Re-Composed by?

    Ans: Re-Composed by TAPOSH.

➤ Thanks for visiting our website futurebangla.in for more Bengal song lyrics you can visit our homepage Click here.

Leave a Comment