149+ সেরা বাংলা শুভ সকাল বার্তা | বাংলা শুভ সকাল স্ট্যাটাস | Best Good Morning Sms in Bengali 2022.

Rate this post

আপনি যদি শুভ সকাল এসএমএস শুভ সকাল বার্তা বা শুভ সকাল এসএমএস বা গুড মরিং এসএমএস অথবা শুভ সকাল ছবি খুজছেন তাহলে একদম সঠিক ওয়েবসাইটে এসছেন। প্রভাতী শুভেচ্ছা, সুপ্রভাত উক্তি, good morning wish in bengali,

বর্তমানে এই যুগে আমরা আমাদের সকাল স্মার্টফোনে দিয়েই দিনের শুরু হয়। সকাল বেলা ঘুম থেকে ওঠার পর প্রথমেই স্মার্টফোনে খুজি। তাই অনেকের তার প্রিয় মানুষটির সুভ সকাল জানানোর জন্য হোয়াটস্যাপ অথবা ফেসবুক এর মত সোশ্যাল মিডিয়ার মাদ্ধমে অথবা SMS এর মাধ্যম ব্যবহার করে থাকি।

সেই সব মাথায় রেখে আমরা আপনাদের জন্য সেরা শুভ সকালের বার্তা, সুপ্রভাত শুভেচ্ছা বার্তা, সুন্দর ছবি ও স্ট্যাটাস নিয়ে এসেছি। এই শুভ সকালের শুভেচ্ছা বার্তা গুলো প্রিয় মানুষ জনদের পাঠিয়ে তাদেরকে একটি সুন্দর দিনের শুভেচ্ছা জানিয়ে দিন।

আমাদের ব্যাস্ত জীবনে সকাল হলো এমন একটা সময় যে সময়টা যখন আমরা কিছু নতুন আশা নিয়ে জীবনের একটি নতুন ধাপ বা দিন শুরু করি। প্রতিটা সকাল আমাদের জীবনকে নতুন ভাবে শুরু করতে বা ভাবতে সাহায্য করে। তাই এই ধরনের মানসিকতা দিয়ে দিন শুরু করাটা খুব জরুরি। তাই আমরা এখানে আপনাদের জন্য ২০২২-এর সেরা গুড মর্নিং শুভ সকাল, সুপ্রভাত শুভেচ্ছা বার্তা নিয়ে এসছি।

শুভ সকাল রোমান্টিক মেসেজ

আপনি কি আপনার প্রিয় মানুষটির জন্য সুপ্রভাত শুভ সকাল রোমান্টিক শুভ সকাল এর মেসেজ বা বার্তা খুঁজছেন, তাই আমরা আপনার জন্য এই অংশে সুন্দর সুন্দর শুভ সকালের রোমান্টিক এসএমএস নিয়ে এসেছি, আশা করি ভালো লাগবে।পড়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

কি দিবো তোমায়,নয়নেতে অশ্রুধার।
শোক হিয়া জরজর হে।
দিয়ে যাব হে, তোমারি পদতলে
আকুলে হৃদয়ভার।
হাজার হাজার,
সুন্দর মানুষের ভিড়ে
আমার প্রিয় মানুষটি সেরা
সারাদিন আঁখি মেলে
দুয়ারে রব একা
শুভক্ষণ হঠাৎ এলে,
তখনি পাব দেখা।
রোজের দেখা নাই বা হলো
তবুও আমরা আছি
সবার পাশে সবাই মিলে,
মনের কাছাকাছি।
হয়তো তুমি তোমার মতই
আমিও ঠিক তাই,
তবু বলতে ইচ্ছে হয়,
"আমারও পরানো যাহা চায়
তুমি তাই"
সুপ্রভাত
তুমি
জানতে চাও তাইনা!
আমি কাকে ভালোবাসি ?
তাহলে প্রথম শব্দটি আরেকবার পড়ো।
ঝেড়ে ফেলো অভিমান,
ছুঁয়ে দেখো এই প্রাণ।
বন্ধ দুচোখ আলোয় আলোয় ভেসে আছো তুমি,
মনে হয় মিশে যাই,
তোমার আরো কাছে
শুভ সকাল।
সুপ্রভাত
যার ভালবাসা যত গভীর
তার ভালোবাসার প্রকাশ তত কম
ভালোবাসা হচ্ছে উপলব্ধি করার বিষয়
প্রকাশ করার বিষয় নয়।
কিছু কিছু স্বপ্ন সত্যি হবেন না জেনেও
কল্পনা করতে খুব ভাল লাগে।
রাগ আর অভিমান
অনেকটা লতা পাতার মতন
একবার জন্ম নিলেই
কোনরকম যত্ন ছাড়াই তরতর করে বেড়ে ওঠে।
যেখানে মানুষের গভীর স্নেহ,
অকৃত্রিম প্রীতি,
সেখানেই তাহার দেব পূজা।
যেখানে আমরা মানুষকে ভালবাসি
সেখানেই আমরা দেবতাকে উপলব্ধি করি

শুভ সকাল বন্ধু শুভেচ্ছা বার্তা

আমরা আপনার প্রিয় মানুষটির জন্য সুন্দর সকালের শুভেচ্ছা বার্তা নিয়ে হাজির হয়েছি, subho sokal in bengali sms নিয়ে এসেছি, আশা করি ভালো লাগবে আপনাদের। পড়ে বন্ধুদের সঙ্গে share করতে ভুলবেন না, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন।

প্রয়োজন ছাড়া যে পাশে থাকে  
সে হচ্ছে প্রিয় জন।
শরৎ যদি না হয় রাজি 
বসন্ত যদি না হয় সে 
এ গরমে বর্ষা তুমি 
থাকো বন্ধু আমার পাশে।
জীবনে কাউকে কোন সময় কাকে কাজে লাগবে
সেটা কেউ বলতে পারে না,
তাই সবার সাথে ভালো ব্যবহার করা উচিত।
একজন জিজ্ঞাসা করল
"ভগবান তো সব জায়গাতেই আছে
তোমরা সবাই মন্দিরে জায় কেনো?"
একটি খুব সুন্দর উত্তর
"সবকিছুইতো বইতেই আছে
তবুও সবাই স্কুলে যায় কেন?"
বয়স বাড়ে আয়ু কমে,
হাসির দৈর্ঘ্য ছোট হয়,
সম্পর্ক মরে স্মৃতি গড়ে
এরই নাম জীবন বোধ হয়।

শুভ সকাল স্ট্যাটাস

জীবন সহজ নয়
জীবনকে সহজ বানিয়ে নিতে হয়
কখনো প্রার্থনা করে
কখনো অপেক্ষা করে
আবার কখনো ক্ষমা করে
আবার কখনো এড়িয়ে চলে।
দরজা খুলে তাকিয়ে দেখো
ফুরিয়ে গেছে রাত,
দূর থেকে তোমায় জানাই
মিষ্টি সুপ্রভাত।
অপেক্ষার শেষ হয় না
তবুও অপেক্ষাতেই মন
বেঁচে থাকতে চায়
সুপ্রভাত।
এক পশলা বৃষ্টি আসুক
জল ছপ ছপ উঠান জুড়ে
মন খারাপের ভাবনাগুলো
দূরে কোথাও যাক না উড়ে।
চেনা কিছু কথা… চেনা কিছু গল্প, চেনা মুখ,
চেনা পিছুটান--- সেই নিয়ে রোজের জীবন
শুধু স্মৃতিগুলো সিলমোহরের মতো রঙিন
হয়ে পড়ে প্রতিদিন।
নিভৃত প্রাণের নিবিড় ছায়ায়
নিরব নীড়ের পরে কথাহীন ব্যাথা
একা একা বাস করে।
আমি তপস্যা করে
এই সার বুঝেছি যে,
জীবে জীবে তিনি অধিষ্ঠান হয়ে আছেন
তাছাড়া ঈশ্বর-ফিশ্বর কিছুই নেই
জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে।
হে ঈশ্বর
দাও ফিরিয়ে সেই
বিশুদ্ধ শৈশব নির্মল বাতাস।
সুপ্রভাত।
সুস্থ নিশ্বাস চাই
বাকি বিদ্বেষ ভুলে যাই
চলো গাছ লাগাই।
সুপ্রভাত।
বেঁচে থাকতে যত্ন করো
মরে গেলে আফসোস
সে তো সবাই করে।
ইচ্ছে পূরণ হয়না কোন লেখায়
মনের মাঝে শব্দগুলো কাদে
কলম ছোটে ব্যর্থ সরলরেখায়
প্রভাত আসুক উজ্জ্বল সংবাদে
সুপ্রভাত।
বাইরে থেকে যায় না বোঝা
ভেতরে কি ক্ষত,
আমরা সবাই ভাঙ্গা ভাঙ্গা
দেখায় জোড়ার মত।
মানুষ মানুষেরই ঔষধ
কেউ দুঃখ দেয়
তো কেউ আবার সুখ দেয়।

👉আরও পড়ুন: শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা, শুভ রাত্রি মেসেজ।

স্কুলে যা শেখানো হয়
তার সবটুকুই ভুলে যাওয়ার পর
যা থাকে তাই হল
শিক্ষা।

শুভ সকাল রোমান্টিক কবিতা

ছায়ার মত থাকবো আমি শুধু তোমার পাশে
সারা জীবন থেকে যাবে তুমি আমার কাছে।
তোমাকে perfect হতে হবে না
শুধু সবাই যখন ভুল বুঝে ছেড়ে যাবে ।
তখন তুমি পাশে থাকলেই চলবে।
ভালোবেসে এই মন তোকে চায় সারাক্ষণ।
আছিস তুই মনের মাঝে, পাশে থাকিস সকোল সাঁঝে ।‌কি করে তোকে ভুলবে এই মন, তুই
যে আমার জিবন।।
আমার মনটা তোমার হাতে তুলে দিলাম,কে
রাখতে পারবে তো যত্ন করে।
তুমি মনে আমার সেই স্বপ্ন ,
যা আমি রোজ দেখি।
👉শুভ সকাল ছবি, সুপ্রভাত ছবি, শুভ সকাল ফুলের ছবি।👈

আপনি যদি whatsapp অথবা facebook এর জন্য যদি শুভ সকাল ছবি, বাংলা সুপ্রভাত ছবি, শুভ সকালের সুন্দর ছবি খুঁজে থাকেন তাহলে আপনার জন্য বাছাই করা সুন্দর সুন্দর শুভ সকালের ছবি নিয়ে উপস্থিত হয়েছি, আশা করি আপনাদের পছন্দ হবে, এই ছবি গুলো খুব সহজেই ডাউনলোড করে বন্ধুদের সঙ্গে share করতে পারবেন, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন। good morning images bengali, supravat image in bengali, সুপ্রভাত ইমেজ, good morning images in bengali,good morning pic bengali

👉ইসলামিক শুভ সকাল স্ট্যাটাস👈
তোমাদের মোহাছন্ন রাখে
প্রাচুর্যের প্রতিযোগিতা,
যতক্ষণ না তোমরা
কবরে উপনীত হও।
আল্লা বলেন
কোনো লোক যেনো অন্য
লোককে বিদ্রুপ না করে,
হতে পারে, যাকে বিদ্রুপ করা হয়
সে বিদ্রূপকারীর থেকেও উত্তম,
নিজেকে কবরে রেখে দুনিয়াকে কল্পনা করে দেখুন,
কেউ থেমে আপনার জন্য!
নিজেকে পরিবর্তন করুন আখিরাত মুখী হন।
অত্যাচারী শাসকের সামনে
সত্য কথা বলা,
সবথেকে বড় জিহাদ।
পৃথিবীর বুকে শ্রেষ্ট সুর হচ্ছে আজানের ধনী
যে ধনী মুসলমানদের প্রাণে নাড়া দেয়।
আপনার ঘরের সবথেকে
সুন্দর জিনিস হলো।
আপনার জায়নামাজ ও কুরআন শরিফ।
সব থেকে খুশির
সংবাদ আল্লার রাগের চেয়ে দয়ার পরিমান বেশি
আলহামদুলিলিহা।
নামাজ বাদ দিবেন না
কারণ আল্লাহ আপনাকে
সব বিপদ থেকে রক্ষা করবে।
তোমরা কারো প্রতি খারাপ ধারণা
পোষন করো না।
কেননা, খারাপ ধারণা সব থেকে বড়ো মিথ্যা।
আমরা বলি আমাদের পাপ বেশি
আল্লাহ বলেন,
আমি তওবাকারীদের বেশি ভালোবাসি।
ইসলামিক শুভ সকাল স্ট্যাটাস
ইসলামিক শুভ সকাল স্ট্যাটাস
নিয়াত
এর প্রকৃত স্থান হলো অন্তরে
জিব্বায় নয়।
হতাশ হবেন না
আল্লাহ দিতে কতক্ষন
শুধু সবুর করেন।

👉👉আরও পড়ুন: শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা, শুভ রাত্রি মেসেজ।

👉👉👉👉আরও পড়ুনঃ কিভাবে স্বাস্থ্যাসাথি কার্ডের স্ট্যাটাস চেক করবেন?

Q: শুভ সকালের সুন্দর ছবি

শুভ সকাল ছবি

Ans: আমাদের এই পোস্টে অনেক সুন্দর সুন্দর শুভ সকালের সুন্দর ছবি পাবেন। তার মধ্যে একটা বাছাই করা হলো।

Q: শুভ সকাল রোমান্টিক পিক

20220206 220233 0000

Ans: আমাদের কাছে অনেক ছবির মধ্যে এটা একটা অন্যতম রোমান্টিক শুভ সকাল ছবি।

Q: শুভ সকাল ছবি ডাউনলোড

Ans: আপনি যদি ফেসবুক ইনস্টাগ্রামে অথবা হোয়াটসআপ এর জন্য শুভ সকাল এর সমন্ধে ছবি ডাউনলোড করতে চান অনেক শুভ সকাল ছবি উপরে দেওয়া রইলো ডাউনলোড করুন share করুন।

Q: শুভ সকাল কবিতা

Ans: ইচ্ছে পূরণ হয়না কোন লেখায়।
মনের মাঝে শব্দগুলো কাদে
কলম ছোটে ব্যর্থ সরলরেখায়
প্রভাত আসুক উজ্জ্বল সংবাদে
সুপ্রভাত।

👉👉👉👉আরও পড়ুনঃ কিভাবে স্বাস্থ্যাসাথি কার্ডের স্ট্যাটাস চেক করবেন?

🙏আমাদের ওয়েবসাইটে ভিসিট করবার জন্য এবং সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ, এরকম আরো sms, স্ট্যাটাস পড়ার জন্য আমাদের ওয়েবসাইটে এর sms সেকশন ফলো রাখুন, ধন্যবাদ আবার আসবেন।🙏

আমাদের পোস্টটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ।✍️

আমি সৌভিক মৃধা, আমি ২০২০ সালে আমার স্নাতক পাশ করি, তারপর বিগত কয়েক বছর ধরে ব্লগিং করছি এবং আমি নতুন প্রযুক্তি বা নতুন নতুন তথ্য সম্পর্কে জানতে ভালোবাসি। এবং বর্তমানে আমি নানান বিষয়ের উপর কন্টেন্ট লিখি।

9 thoughts on “149+ সেরা বাংলা শুভ সকাল বার্তা | বাংলা শুভ সকাল স্ট্যাটাস | Best Good Morning Sms in Bengali 2022.”

Leave a Comment