শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা | শুভ রাত্রি মেসেজ | শুভ রাত্রি রোমান্টিক মেসেজ|Good Night Sms in Bengali.

1.5/5 - (2 votes)

শুভ রাত্রি সুভেচ্ছা বার্তা, মেসেজ,স্ট্যাটাস বা ছবি, শুভ রাত্রি স্ট্যাটাস খুঁজছেন তাহলে একদম সঠিক পোস্টে পড়তে এসেছেন। এখানে আপনি বাছাই করা সুন্দর সুন্দর শুভ রাত্রি sms বা Status পাবেন। bangla good night sms

বর্তমানে আমাদের জীবনে সোশাল মিডিয়া ভীষণ বড়ো একটা অঙ্গ, এবং আমরা সোশ্যাল মিডিয়াতে রোজ প্রতিখন কিছু না কিছু share করি এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে ও আমরা আমাদের প্রীয় বন্ধু বান্ধব বা পরিবার পরিজনকে শুভেচ্ছা, মেসেজ, বা ছবি পাঠিয়ে থাকি,

তাই আপনি এখানে ও শুভ রাত্রি সুভেচ্ছা, মেসেজ, বার্তা খুব সহজে কপি করে share ও করতে পারবেন সবাইকে

শুভ রাত্রি রোমান্টিক শুভেচ্ছা বার্তা:

মিষ্টি মিষ্টি রাত আকাশে নেই চাঁদ
মেঘে ঢাকা আকাশ ঠান্ডা ঠান্ডা বাতাস
ঘুমিয়ে গেছে পাখি
মিটিমিটি আলোয় জোনাকি
শুভরাত্রি।
তুমি রাত জাগা কবি হও
আমি তোমার ভাবনা হবো।
চেতনা রূপে চেতনা আমায়।
আমি অচেতন এ ধরা দেবো।
ভালোবাসার প্রকাশ অনুভূতিতে হয়
গোলাপ দিয়ে ভালোবাসি বলে নয়।
হৃদয় যদি হৃদয়কে চিনতে পারে
অনুভূতি তখনই কিছু প্রকাশ করে
অনুভূতি অনেক রকমের হয়।
ভালোবাসা ও তেমন কথা কয়।
তাড়াতাড়ি ঘুমিয়ে পরো….
খুব ঠান্ডা পড়েছে…
শুভরাত্রি
জানোই তো তোমাকে……
রাত হলো নেভাচ্ছি আলো
সকালে ডাকলেই
চোখটি খুলো।
শুভ রাত্রি সুন্দর ছবি
মিথ্যে বলাটা ছাড়ো প্রিয়
দেখবে অজুহাত কম দিতে হচ্ছে
তুমি ভালো থেকো
তোমার আপন জনেরা ভালো থাকুক।
চিত্রমুখী জন
ভ্রমে কি কখন।
ব্যাথিত বেদন বুঝিতে পারে?
রাত শুধু আধার নয় একটুখানি আলো
তাই খারাপ নয় স্বপ্ন গুলো ভালো
তাই ঘুমিয়ে পড়ো ভালো থেকো
বিশ্বের সবথেকে সুন্দর মানুষকে 
শুভ রাত্রি শুভেচ্ছা জানাচ্ছি 
আশা করি আজ রাতে 
একটি যেন সুন্দর স্বপ্ন দেখো
শুভরাত্রি 

দুঃখের শুভ রাত্রি মেসেজ শুভ রাত্রি শুভেচ্ছা বার্ত

রাত্রিভর স্বপ্ন দেখে ভোরবেলা ক্লান্ত
যাকে নিয়ে স্বপ্ন দেখা, 
সে যদি তা জানতো।
এই পৃথিবীতে মন বোঝার চেয়ে
ভুল বোঝার মানুষ অনেক বেশি
ভালো থেকো
রাতের শুভকামনা রইলো
ঘুম কি অসাধারণ জিনিস।
যদি আসে সব কিছু ভুলিয়ে দেয়।
আর যদি না আসে তো কতো কিছু
মনে করিয়ে দেয়।
বলতে পারো দায়িটা কে?
তুমি নাকি আমি ?
অনেক সময় জেতার চেয়ে
হেরে যাওয়াই দামি

বেদনা থেকেই যে আনন্দের উৎপত্তি
সেই বেদনার তুলনা নেই।

রাত হয় গভীর চোখে আসে ঘুম
আকাশে ওঠে চাঁদ, রাত্রি হয় নিঝুম
শুভরাত্রির শুভ কামনা।
জীবনে ঠকলে হয়তো
বিশ্বাস নষ্ট হয়ে যায়!
কিন্তু শেখা যায় অনেক কিছু!
অনেক কথা বলা মানুষটাই যদি
হটাৎ চুপ হয়ে যায়
বুঝে নিন আঘাতটা অনেক গভীরে লেগেছে।
সকাল গুলো অন্যরকম
দুপুরগুলো একলা খুব
সন্ধে কাটে অপেক্ষাতে
রাত্রিগুলো ভীষণ চুপ🙂
পৃথিবীতে সব থেকে ভঙ্গুর জিনিস হলো মন
এটা ভাঙতে শক্ত কিছু লাগেনা,
শুধু কয়টা মুখের কথাই যথেষ্ট।
সব মানুষের
জীবনে সব স্বপ্ন পূরণ হয় না।
কিন্তু
বেঁচে থাকতে গেলে স্বপ্ন
দেখাটা খুব জরুরি
শুভরাত্রি প্রিয়
রাতের আকাশে অনেক তারা
তবুও একলা লাগে তোমায় ছাড়া
বন্ধুর জন্য শুভ রাত্রি বার্তা ।
ভালো থেকো বন্ধু তুমি ভালো
রেখো মন যদি চায় তবে করিও স্মরণ
রাখ যদি বন্ধু আমায় তোমার মনে
পাবে তবে আমায় খুঁজে তোমার স্বপনে।
রাত জাগা পাখি হয়ে য়ার কথা ভাবি
এই মনে একা একা তার ছবি আঁকি
জোছনার নীল আলো তার চোখে ভাসে
বন্ধু থেকো তুমি চিরদিন আমার পাশে
বন্ধু মানে সুখের সাথী
বন্ধু মানে রাগ
বন্ধু মানে দুঃখ সুখের সমান
সমানভাগ।
বন্ধু মানে
হালকা হেসে
চোখের কোনে জল
বন্ধু মানে মনে পড়লে
ছোট্ট একটা কল।
শুভ হোক তোমার রাত্রি
কান পেতে শোনো
নিশ্চুপ রাত অনেক
কিছুই কথা বলে
ধর্য্য
এমন একটা গাছ
যার সারা গায়ে কাঁটা
কিন্তু ফল অনেক মজাদার হয়।
শুভরাত্রি বন্ধু

আরও পরুনঃ 25,000 টাকার মদ্ধে অসাধারন ইলেকট্রিক সাইকেল

আগামী কালের শুভেচ্ছা নিও
শুভরাত্রি
সুন্দর হোক তোমার আগামী দিনগুলি
বন্ধু বলে ডাকো জারে
সে কি তোমায় ভুলতে পারে।
যেমন ছিলাম তোমার পাশে
আজও আছি ভালোবেসে
আমাদের পরিচয় আমরা সাথী
জীবন হলো জলের নৌকা
কখনো সুখের পাল তুলে
কখনো আবার দুঃখের স্রোতে ভাসে
কখনো ছুটে যায় ভালোবাসার টানে
কখনো থেমে যায় অজানা অভিমানে।
চলো যাই
ঘুমের দেশে,
সুন্দর একটা ঘুমের সাথে
মিষ্টি কিছু স্বপ্ন আসুক
দুচোখ জুড়ে
শুভরাত্রি
যত আছে রাগ অভিমান
ভুলে যাও যত আড়ি
আজ আছি তোমাদের সাথে
কাল নাও থাকতে পারি।
গুড নাইট
অনেক রাত হয়ে গেছে 
এবার হিসু করে জল খেয়ে ঘুমিয়ে পরো।
রাত সবারই কাটে কারো কাটে, 
নতুন স্বপ্ন দেখে
আবার কারো কাটে স্বপ্ন গুলো
 ভেঙে যাওয়ার যন্ত্রনায়।
শুভরাত্রি প্রিয়
মানুষ যাকে যত বেশি ভালোবাসে
তার প্রতি অভিমানটাও
ঠিক ততটাই বেশি থাকে।
দিন মিস করে চাঁদকে
রাত মিস করে সূর্যকে
বাগান মিস করে ফুলকে
আর আমি মিস করি
তোমাকে।
যেমন সুতো বেঁধে রাখে ঘুড়িকে
তেমনই বিশ্বাস বেঁধে রাখে
সম্পর্ক কে।
সব সমস্যার সমাধান ঘুম
তাই চুপচাপ ঘুমিয়ে পড়ো
জীবন একটা গল্প
যেখানে দুঃখটাই বেশি
সুখটা খুবই কম
শুধু সুখ নয় দুঃখ তো জীবনের একটি অংশ 
সুন্দর কাটুক তোমার আজকের রাতটা 
শুভরাত্রি
মিষ্টি একটা রাত
সুন্দর দুটো চোখ
চোখে সুন্দর স্বপ্ন
রাতটা থাকুক
তোমার জন্য
শুভরাত্রি
পরিচয়
অল্প দিনের হলেও
রেখে যাওয়া স্মৃতি
সারা জীবনের হয়
শুভরাত্রি
নায়িকা মনে কুরলে আমায়
নাইবা নিলে খোঁজ
শুভরাত্রিটা তবুও আমি
জানিয়ে যাব রোজ
বলার আছে অনেক কথা
বলতে পারছি কই
এত কথা বলতে হলে
লিখতে হবে বই
শুভরাত্রি
ভালো থেকো বন্ধু তুমি ভালো
রেখো মন যদি চায় তবে করিও স্মরণ
রাখ যদি বন্ধু আমায় তোমার মনে
পাবে তবে আমায় খুঁজে তোমার স্বপনে।
রঙিন স্বপ্ন ভরে উঠুক 
তোমার আজকের রাত 
শুভরাত্রি

শুভ রাত্রি রোমান্টিক ছবি| শুভ রাত্রি শুভেচ্ছা ছবি।

বন্ধুরা আপনি যদি সুন্দর শুভ রাত্রি ফুলের ছবি চান, বা খুজছেন তাহলে একদম সঠিক অয়েব সাইটে এসেছেন, এখানে আপনি শুভ রাত্রি ছবি,শুভ রাত্রি ছবি স, শুভ রাত্রি ছন্দ, শুভ রাত্রি photo

বিঃদ্রঃ আমাদের এই পোস্ট প্রতিনিয়ত আপডেট করা হয়।

Q: শুভ রাত্রি স্ট্যাটাস।

download 8

Ans: সকাল গুলো অন্যরকম দুপুরগুলো একলা খুব সন্ধে কাটে অপেক্ষাতে রাত্রিগুলো ভীষণ চুপ।

Q: শুভ রাত্রি রোমান্টিক মেসেজ

Ans: মিষ্টি মিষ্টি রাত আকাশে নেই চাঁদ মেঘে ঢাকা আকাশ ঠান্ডা ঠান্ডা বাতাস ঘুমিয়ে গেছে পাখি মিটিমিটি আলোয় জোনাকি শুভরাত্রি।

শুভ রাত্রি স্ট্যাটাস ভিডিও।

আরও পড়ুন: শুভ সকাল শুভেচ্ছা বার্তা, শুভ সকাল মেসেজ।

আমাদের ওয়েবসাইটে ভিসিট করবার জন্য এবং সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ, এরকম আরো sms, স্ট্যাটাস পড়ার জন্য আমাদের ওয়েবসাইটে এর sms সেকশন ফলো রাখুন, ধন্যবাদ আবার আসবেন।

আমি সৌভিক মৃধা, আমি ২০২০ সালে আমার স্নাতক পাশ করি, তারপর বিগত কয়েক বছর ধরে ব্লগিং করছি এবং আমি নতুন প্রযুক্তি বা নতুন নতুন তথ্য সম্পর্কে জানতে ভালোবাসি। এবং বর্তমানে আমি নানান বিষয়ের উপর কন্টেন্ট লিখি।

13 thoughts on “শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা | শুভ রাত্রি মেসেজ | শুভ রাত্রি রোমান্টিক মেসেজ|Good Night Sms in Bengali.”

Leave a Comment