বেস্ট বাংলা ক্যাপশন 2022|Best bangla caption

Rate this post

আমরা বাঙালি তাই, আমরা সোশ্যাল মিডিয়াতেও বাংলাতেই লিখতে পছন্দ করি তাই এই পোস্টে আজ বাংলা ক্যাপশন Bangla caption নিয়ে এসে হাজির হলাম। আসুন আলোচনা করা যাক-

ছবির ক্যাপশন ছাড়া ছবি অসম্পূর্ণ, অনেক সময় ছবি তো আপলোড করি কিন্তু, ক্যাপশন পাই না সঠিক, সেই সমস্যা দূর করতে আমরা আজ নিয়ে এলাম বাছাই করা কিছু বাংলা ক্যাপশন Bangla caption যা আশা করি আপনাদের পছন্দ হবে, এবং আপনাদেরকে সাহায্য করবে, আমরা চেষ্টা করি যাতে আপনাদের বেশি খুজে খুজে পছন্দ না করতে হয়, তাই আমরা সঠিক বাছাই করে আপনাদের সামনে তুলে ধরি, এবং যাতে আপনারা খুব সহজেই কপি করে আপনার প্রিয় পছন্দের ছবিটির সুন্দর ক্যাপশন দিতে পারেন আসুন দেখে নেই তাহলে-

দুঃখের বাংলা ক্যাপশন

ভালো না থাকলেও সবাই কে,
ভালো আছি বলতে হয়।
বাংলা ক্যাপশন
বাংলা ক্যাপশন
ভুল যেমন মানুষ কে শিখতে
সাহায‍্য করে ,তেমন কিছু আঘাত
মানুষকে বদলাতে সাহায‍্য করে
আমি ও ঘুমাতে চাই
আগরবাতির ঘ্রাণ ছড়ানো, সাদা কাপড়ে
পে‍চানো সাড়ে তিন হাত মাটির ঘরে ।
আমি কারো হাসি মুখ হতে পরিনি,
কান্না হয়েছি অইনিশ হয়েছি কেবল চোখের
কালশিটে পড়া হেমলক বিষ।
বাংলা ক্যাপশন
বাংলা ক্যাপশন
জীবন মনে
এক অসীম শুন‍্যতা।
যেটা ছিলনা ছিলনা সেটা না পাওয়াই থাক
সব পেলে নষ্ট জীবন।
কে রাখে কার খোঁজ
সব গল্পে আমি নিখোঁজ।
20220322 005552 0000
।বাংলা ক্যাপশন
সেদিন দেখা না হলে পারতো
শহড়ে আজ বিরহের হতো না।
আমি ভালো আছি তার
এই ভুল ধারণাটা আমি কখনো মিথ্যা
প্রমাণের চেষ্টা করিনি।
মানুষ চলে গেলেও তাঁর স্মৃতি থেকে যায় 
কারো কাছে ভালো হলে কারো কাছে খারাপ হয়।
20220322 005732 0000
যদি থাকতে তুমি বাঁচতে
আমার লাগতো না কঠিন।
আপনি ভালো না বাসলেও আমি বাসি
যতবার দূরে ঠেলে দেন তত কাছে আসি।
আমি বারবার বহুবার তোমাকে চাই
আমি বারবার হাজারবার তোমাকে চাই।
20220322 005928 0000
এই শহরের সব হয় শুধু
তোমার আমার দেখা হয় না।
আমার কাছে তুমি অন্যরকম
ভালোবাসি বেশি প্রকাশ করি কম।
একা থাকতে শেখো,
দেখবে অনেক কষ্ট কমে গেছে ।
20220322 010112 0000
মাঝ রাতে ফুপিয়ে কান্না করো মানুষগুলি 
জানে ভালোবাসা কি।
এতটা কষ্ট দিতে নেই প্রিয় যতোটা কষ্ট পেলে কেউ
প্রার্থনায় করার সময় কাঁদে।
আমি ছন্নছাড়া বদমেজাজি সেটা আমি মানি।
তুমি আগলে রাখো আমি ভালোবাসতে জানি।
20220322 010254 0000
আমি ভালো থাকি বা খারাপ থাকবো।
মিথ্যা হাসিটা সব সময় মুখে রাখতে ভালবাসি।
হয়তো আমি কিছু প্রকাশ করি না
তার মানে এই না যে আমার কষ্ট বা খারাপ লাগে না।
কিছু মানুষ সম্পর্ক রাখে শুধুমাত্র
সুযোগ সুবিধা নেওয়ার জন্য।
20220322 010356 0000
যে ঠকে সেও হাসে ,
যে ঠকায় সেও হাসে।
পার্থক্য শুধু মানসিকতার।
পাওয়ার আগে এবং
হারানোর পর সব কিছু মূল্যবান।
আমাদের প্রত্যেকেরই কিছু না বলার 
মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে।
20220322 010523 0000
খাঁটি ভালোবাসা চান
ঈশ্বরকে ভালোবাসুন
তিনি আপনাকে কখনো নিরাশ
করবেন না।
মানুষ যা চায় তাই কি সে পায়
মানুষ তাই পায় যে সে চেষ্টা করে।
কিছু সম্পর্ক ভগবান নিজেই নষ্ট করে দেন
জানো আমাদের জীবনটা নষ্ট হয়।
বাংলা ক্যাপশন
বাংলা ক্যাপশন
আমি থাকবো না এর চেয়ে আনন্দ সংবাদ 
আর কি হতে পারে? 
পৃথিবীটা তো না থাকারই জায়গা‌।

সম্পর্কিত পোস্টগুলি-

আমাদের এই বাংলা ক্যাপশন এর ছোট প্রতিবেদন কেমন লাগলো আপনাদের? আশা করি ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন

এবং যদি আপনাদের কোনো সাজেশন থাকে অথবা কোনো ভালো স্ট্যাটাস আমাদের অয়েবসাইটে লিস্ট করাতে চান সেটিও আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না,আমাদের ওয়েবসাইট ফিউচার বাংলা ডট কম এ ভিসিট করবার জন্য ধন্যবাদ,ভালো থাকবেন।

আমি সৌভিক মৃধা, আমি ২০২০ সালে আমার স্নাতক পাশ করি, তারপর বিগত কয়েক বছর ধরে ব্লগিং করছি এবং আমি নতুন প্রযুক্তি বা নতুন নতুন তথ্য সম্পর্কে জানতে ভালোবাসি। এবং বর্তমানে আমি নানান বিষয়ের উপর কন্টেন্ট লিখি।

Leave a Comment