Preme Pora Baron Lyrics | প্রেমে পড়া বারণ | Lagnajita Chakraborty

Rate this post

প্রেম পোরা ব্যারন (Preme Pora Baron lyrics) গানটি সোয়েটার বাংলা মুভি 2019-এর লগ্নজিতা চক্রবর্তী গেয়েছেন। অভিনয়ে: ইশা সাহা, সৌরভ দাস, সুদীপ্তা চক্রবর্তী, খরাজ মুখার্জি, শ্রীলেখা, জুন। সঙ্গীত রচনা ও লিখেছেন রণজয় ভট্টাচার্য। এই চলচ্চিত্রটি একটি সংক্ষিপ্ত ‘উল কাতা’ অবলম্বনে নির্মিত জয়িতা সেনগুপ্তের গল্প।

Preme Pora Baron Lyrics  প্রেমে পড়া বারণ  Lagnajita Chakraborty
প্রেমে পড়া বারণ

Preme Pora Baron song information:

SongPreme Pora Baron Lyrics
SingerLagnajita Chakraborty
LyricistRanajoy Bhattacharjee
MusicRanajoy Bhattacharjee
MovieSweater
LabelPSS Entertainments
Directed byShieladitya Moulik

Preme Pora Baron Lyrics In Bengali

প্রেমে পড়া বারণ, কারণে অকারণ
আঙুলে আঙ্গুল রাখলেও হাত ধরা বারণ।
প্রেমে পড়া বারণ, কারণে অকারণ
আঙুলে আঙ্গুল রাখলেও হাত ধরা বারণ,
প্রেমে পড়া বারণ।

তোমায় যত গল্প বলার ছিলো,
তোমায় যত গল্প বলার ছিলো,
সব পাঁপড়ি হয়ে গাছের পাশে,
ছড়িয়ে রয়ে ছিলো।
দাওনি তুমি আমায় সে সব,
কুড়িয়ে নেওয়ার কোনো কারন।

প্রেমে পড়া বারণ, কারণে অকারণ
ওই ময় চোখে চোখ রাখলেও,
ফিরে তাকানো বারণ।
প্রেমে পড়া বারণ।

শূন্যে ভাসি রাত্রি এখনো গুনি,
তোমার আমার নৌকা বাওয়ার,
শব্দ এখনো শুনি
তাই মুখ লুকিয়ে, ঠোঁট ফুলিয়ে
বসন্তের এই স্মৃতিচারণ।

প্রেমে পড়া বারণ, কারণে অকারণ
মনে পড়লেও আজকে তোমায়,
মনে করা বারণ।
প্রেমে পড়া বারণ।

এই ধরণের হাজারো বাংলা, হিন্দি, ইংলিশ গানের লিরিক্স পেতে

Preme Pora Baron Lyrics In English

Preme pora baron, karone okaron
Aangule angul rakhleo haat dhora baron.
Preme pora baron, karone okaron
Aangule angul rakhleo haat dhora baron,
Preme pora baron.

Tomay joto golpo bolar chilo,
Tomay joto golpo bolar chilo,
Shob papri hoye gacher pashe,
choriye roye chilo.
Daoni tumi amay se shob,
Kuriye neowar kono karon.

Preme pora baron, karone okaron
Oi maya chokhe chok rakhleo,
phire takano baron.
Preme pora baron.

Shunne vashi raatri ekhono guni,
Tomar amar nouka baowar,
shobdo ekhono shuni
Tai mukh lukiye, thot fuliye
boshonter ei smriticharon
Preme pora baron, karone okaron
mone porleo ajke tomay,
Mone kora baron.
Preme pora baron.

➤এই গানটির অফিসিয়াল ভিডিও দেখতে এখানে ক্লিক করুন, অথবা নিচের দেওয়া ভিডিও থেকে দেখতে পারেন।

Leave a Comment