নীল পূজা ২০২৩ তারিখ, ছবি | Nil Puja 2023 Date, Images

Rate this post

নীল পূজা কবে ২০২৩? কেন বা নীল পূজা (নীলষষ্ঠী) পালন করা হয় তার ইতিহাস, শুভ নীল পূজা ছবি, ইত্যাদি সম্পরকে বিস্তারিত আলোচনা করবো তাহলে চলুন দেখে নি আমরা।

এই পুজা বাংলার বাঙ্গালিদের এক বড় উৎসব, এই উৎসব আসলে শিব অ দুর্গার বিবাহ উৎসব। বাংলার ঘরের মহিলারা এই দিন নিজের সন্তান দের মঙ্গল কামনায় সুস্থ সবল জিবন কামনায় চড়ক উৎসবের আগের দিন ভগবান শিব এর আরাধানায় নীল পুজা অনুষ্ঠিত হয়।

নীল পুজা কেনো পালন করা হয় ও রিতি নিয়ম?

নীল পুজা বাংলা তথা বাঙ্গালির একটা বড় উৎসব, যে উৎসব আসলে শিব-দুর্গার বিবাহ উৎসব বা অনুষ্ঠান, চৈত্রসংক্রান্তির চড়ক অনুষ্ঠান আগের দিন এই পুজা উদযাপিত হয়ে থাকে। নীলসন্ন্যাসীগন শিব ও দুর্গার পূজার সময়ে নীলকে সাজিয়ে গান ও বাদ্য এর সঙ্গে প্রত্যেক বাড়ি বাড়ি ঘোরান এবং ভিক্ষা সংগ্রহ করে। নীলের গানকে অষ্টক গান ও বলা হয়ে থাকে। ওই দিন সন্ধ্যাবেলায় মায়েরা হিন্দু মহিলারা সন্তানের কল্যান এর জন্য প্রদীপ জ্বালিয়ে ভগবান শিব এর পূজা করে সারাদিনের উপবাস বা উপস ভঙ্গ করেন তারা।

নীলসন্ন্যাসীরা একইরকম লাল কাপড় পরে পাগড়ি মাথায়, গলায় রুদ্রাক্ষমালা ও হাতে ত্রিশূল নিয়ে নীলকে সঙ্গে করে এই মিছিল করেন। এদের দলপতিকে বলা হয় বালা। সাথে থাকে ঢাক-ঢোল, বাঁশী বাজনদারের দল এবং কাল্পনিক শিব-দুর্গার সাজে সঙেরা। গৃহস্থ মহিলারা উঠানে আল্পনা দিয়ে নীলকে আহ্বান করে বরাসনে বসিয়ে তার মাথায় তেলসিঁদুর পরিয়ে দেন। এরপর নীলের গান শুরু হয়:

“শুন সবে মন দিয়ে হইবে শিবের বিয়ে
      কৈলাসেতে হবে অধিবাস।

গানের শেষে গৃহস্থরা সন্ন্যাসীদের চাল-পয়সা, ফল প্রভৃতি ভিক্ষাস্বরূপ দেয়।

নীল পূজা 2023 তারিখ, সময়

উৎসব এর নামউৎসব এর বাংলা তারিখ
নীল পুজা বা নীল ষষ্ঠী ২৯ চৈত্র ১৪২৯
নীল পুজা বাংলা তারিখ
উৎসব এর নামউৎসব এর ইংরেজি তারিখ
নীল পুজা বা নীল ষষ্ঠী ১৩ এপ্রিল, ২০২৩
নীল পুজা ইংরেজি তারিখ

কোথায় কোথায় নীল পূজা হয়?

নীল পূজা প্রধানত বাঙ্গালির পূজা তাই এই পুজা প্রধানত বাংলার বিভিন্ন কোনায় তথা বাংলাদেশ এর বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয়,

এই পূজা পশ্চিম বাংলার বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, হাওড়া, বাংলাদেশের ময়মনসিংহ, বরিশাল এবং ত্রিপুরায় ও বাঙালি হিন্দু এলাকাগুলিতে অনুষ্ঠিত হতে দেখা যায়। নদিয়া জেলার নবদ্বীপ এ গাজন উৎসবের একটি অংশ হিসাবে বাসন্তী পুজোর দশমীর ভোরে শিবের বিয়ে অনুষ্ঠিত হয়।

বিঃদ্রঃ আমাদের এই পোস্টের তথ্য সংগ্রহ করা হয়েছে উইকিপিডিইয়া থেকে।

নীল পূজা শুভেচ্ছা স্টাটাস?

সোশ্যাল মিদিয়াতে আমরা নানান উৎসবের সুভেচ্ছা বারতা শেয়ার করে থাকি এমনই নীল পুজা ও বাংলার একটা বড় উৎসব এই দিন আমরা শুভ নীল পূজার সুভেচ্ছা বার্তা আমাদের পরিবার ও বন্ধু বান্ধবদের পাঠিয়ে থাকি তাই আপনাদের জন্য নিয়ে এলাম কিছু সুভেচ্ছা বার্তা। তাই এখান থেকে অতি সহজেই আপনি কপি করে আপনার প্রিয় জনকে শুভেচ্ছা জানান।

 নতুন বছরের আগাম শুভেচ্ছা রইলো
শুভ নীল পূজা, সংক্রান্তির  ও  চরক উৎসব
এর  প্রিতি ও শুভেচ্ছা ও অভিনন্দন
আপনাকে ও আপনার সম্পূর্ণ পরিবারকে।
নীল পূজা
 শুভ নীল পুজা 
সকল্কে অনেক অনেক শুভেচ্ছা
ও অভিনন্দন এবং ভালবাসা রইলো
আজ আপনার দিনটা অনেক ভাল কাটুক।
 শুভ নীল পূজা
নীল পুজার 
অনেক অনেক শুভেচ্ছা রইলো। 
নীল পূজা
অং নমঃ শিবাই
আপনাকে নীল পুজার অনেক অনেক শুভেচ্ছা জানাই।
নীল পূজা
শুভ নীল পুজা 
ও
চড়ক পুজার শুভেচ্ছা জানাই আপনাকে।  
নীল পূজা
জয় শিব শম্ভু
নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা।

নীল পুজোর ছবি

Q: নীল পূজা কবে?

শুভ-নীল-পূজা

Ans: নীল পূজা বা নীল ষষ্ঠী এর
বাংলা তারিখঃ- ২৯ চৈত্র ১৪২৯
ইংরেজি তারিখঃ ১৩ এপ্রিল, ২০২৩

Q: নীল পূজা কবে 2023?

শুভ-নীল-পূজা

Ans: নীল পূজা বা নীল ষষ্ঠী এর তারিখঃ- ২৯ চৈত্র ১৪২৯,
ইংরেজি তারিখঃ ১৩ এপ্রিল, ২০২৩

Q:নীল পূজা কত তারিখে?

শুভ-নীল-পূজা

Ans: নীল পূজা বা নীল ষষ্ঠী এর
বাংলা তারিখঃ- ২৯ চৈত্র ১৪২৯
ইংরেজি তারিখঃ ১৩ এপ্রিল, ২০২৩

নীল পুজা, নীল ষষ্ঠী বা চড়ক পুজার ভিডিও দেওয়া রইলো

আরও পরুনঃ

🙏আমাদের ওয়েবসাইটে ভিসিট করবার জন্য এবং সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ, আমাদের ফিউচার বাংলা টিম এর তরফ থেকে আপনাদেরকে জানাই শুভ নীল পুজা ও চড়ক পুজার অনেক অনেক শুভেচ্ছা আপনাকে।🙏

আমাদের পোস্টটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ।✍️

2 thoughts on “নীল পূজা ২০২৩ তারিখ, ছবি | Nil Puja 2023 Date, Images”

Leave a Comment