Kichhu Katha Lyrics (কিছু কথা) | Payal Dev & Aditya Dev

5/5 - (1 vote)

বাংলা গান কিছু কথা এর গায়ক পায়েল দেব ও আদিত্য দেব। ‘Kichhu Katha’ গানটির কথা লিখেছেন শ্রীবরুন। পায়েল দেব এই রোমান্টিক ট্র্যাকের জন্য সঙ্গীত রচনা করেছেন। বাংলা গান “কিছু কথা” হিন্দি গান “কুছ বাতেন” এর অনুবাদ। পায়েল দেব এবং জুবিন নৌটিয়াল দুজনেই হিন্দিতে গান করেন। হিন্দি গানের রচয়িতা কুণাল ভার্মা। সানা খান, পায়েল দেব, মুসকান শেঠি এবং গুরমিত চৌধুরীর বৈশিষ্ট্যযুক্ত।

Kichhu Katha Lyrics কিছু কথা
(কিছু কথা) Kichhu Katha Lyrics

Kichhu Katha Bengali Lyrics

নাইবা রইলো পাশে 
তাতে কি যায় আসে,
মন যে তার কাছে 
বাঁধা পড়ে আছে। 

পাই যে হাওয়ায় তার ছোঁয়া প্রতিদিন 
হয়েছি আজ যে আমি তার ছায়া। 

কিছু কথা এমন হয়নি যা বলা 
রয়েছে এ মনের গোপনে রাখা,
জানিনা সে কি তা বোঝে কি বোঝে না 
দু'চোখে রয়েছে সে কথা লেখা,
কিছু কথা এমন হয়নি যা বলা 
রয়েছে এ মনের গোপনে রাখা।। 

সে আমার হামসাফার 
বলে মন বারবার,
জানিনা শুধু যে 
কি আছে মনে তার,
তবু রোজ তারই খোঁজ 
করে যে দু'নয়ন,
রাত জেগে কল্পনায় 
তার সাথেই আলাপন। 

জানিনা কবে হবে তার সাথে দেখা 
মনটা যে আমার আর সয় না। 

কিছু কথা এমন হয়নি যা বলা 
রয়েছে এ মনের গোপনে রাখা,
জানিনা সে কি তা বোঝে কি বোঝে না 
দু'চোখে রয়েছে সে কথা লেখা।। 

সেই দেখা সেই কথা 
সেই প্রথম পরিচয়,
সেই যে তার আর আমার 
মনেরই বিনিময়। 
জানিনা তার মনে 
আছে কি সেই আমি,
যে ছিল তার কাছে 
জীবনের চেয়ে দামি। 

ভেবে দু'চোখে নামে না যে সহন 
শুধু এ বুকে কত ঝড় যে উঠে। 

এইভাবে সে আমায় যদি ভুলে যাবে 
তবে কেন আবার সে এলো ফিরে,
যদি নাই বা বোঝে এ মনে কি আছে 
তবে যাক ভেঙে ঘর এই অচেনা ঝড়ে। 

কিছু কথা এমন হয়নি যা বলা 
রয়েছে এ মনের গোপনে রাখা,
জানিনা সে কি তা বোঝে কি বোঝে না 
দু'চোখে রয়েছে সে কথা লেখা।।

Kichhu Katha song information:

Song NameKichhu Katha
SingerPayal Dev And Aditya Dev
LyricistShreebarun
Music DirectorPayal Dev
Music LabelT-Series
Star Cast Gurmeet Choudhary, Payal Dev, Musskan Sethi, And Sana Khan
Release On 2022-12-25

Kichhu Katha song Original Credits

Song NameKuch Baatein
SingerPayal Dev & Jubin Nautiyal
LyricistKunaal Vermaa
MusicPayal Dev
LabelT-Series

Kichhu Katha English Lyrics

Naiba roilo pashe
Taate ki jaay ashe
Mon je taar kache
bandha pore ache
Pai je haway taar chowa protidin
Hoyechi aaj je ami taar chaya

Kichu kotha emon hoyni jaa bole
Royeche e moner gopone rakha
Janina se ki taa bojhe ki bojhe na
Duchokhe royeche se kotha lekha

Se amar hamsafar bole mon barbar
Janina shudhu je Ki ache mone taar
Tobu rooj taari khoj kore je dunayan
Raat jege kolponay taari sathe alapon
Janina kobe hobe tar sathe dekha
Monta je amar aar soy na

Sei dekha sei kotha sei prothom porichoy
Sei je tar aar amar moneri binimoy
Janina tar mone ache ki sei ami
Je chilo tar kache jiboner cheye daami

Vebe duchokhe naame na je sohon
Shudhu e buke koto jhor je uthe
Eivabe se amay jodi bhule jabe
Tobe keno abar se elo phire
Jodi nai ba bojhe e mone ki ache
Tobe jaak venge ghor ei ochena jhore

এই ধরণের হাজারো বাংলা, হিন্দি, ইংলিশ গানের লিরিক্স পেতে

কিছু কথা | পায়েল দেব | আদিত্য দেব | Kichhu Katha | Payal Dev | Aditya Dev | Romantic Bengali Song

আমি , চঞ্চল হালদার আমি বিগত ২ বছর ধরে ব্লগিং করছি এবং আমি নতুন প্রযুক্তি বা টেকনলজি এর সম্বন্ধে জানতে পছন্দ করি। বর্তমানে আমি আমার নিজের ওয়েবসাইট futurebangla.in এর জন্য আর্টিকেল লিখছি।

Leave a Comment