Are you finding Karone Okarone Lyrics? we have shared this below, This song is sung by Minar Rahman and written by Isteaque Ahmed.
বিষয়বস্তু
Karone Okarone song information:
Song | Karone Okarone |
Singer | Minar Rahman |
Lyricist | Isteaque Ahmed |
Music | Shaker Raza |
Label | Eagle Music |
Karone Okarone Lyrics In Bengali
কারণে অকারণে নিষেধে বা বারণে তোমার নামেই যতো জোছনা নিলাম নিয়মে অনিয়মে দহনে বা ধারণে আমায় নিখোঁজ ভাবো বা পাশেই ছিলাম কারণে অকারণে নিষেধে বা বারণে তোমার নামেই যতো জোছনা নিলাম ভেতরে বাহিরে দহণে বা ধারণে আমায় নিখোঁজ ভাবো বা পাশেই ছিলাম চোখে জল নোনা কি নিয়ে গেলো জোনাকি কেনো আমি পথে একা দাঁড়িয়ে আলোদের পিয়নে সোডিয়াম নিয়নে যেন সবই কোথায় হারিয়ে.. আমি তোমার দ্বিধায় বাঁচি তোমার দ্বিধায় পুড়ে যাই এমন দ্বিধার পৃথিবীতে তোমায় চেয়েছি পুরোটাই আমি তোমার স্বপ্নে বাঁচি তোমার স্বপ্নে পুড়ে যাই এমন সাধের পৃথিবীতে তোমায় চেয়েছি পুরোটাই পুরোটাই.. জলেতে বা আগুনে বর্ষা বা ফাগুনে তোমার নামে যত মেঘেদের গান জাগরণে মিছিলে কোথায় যে কি ছিলে আমায় নিখোঁজ ভাবো নিয়ে অভিমান (x2) চোখে জল নোনা কি নিয়ে গেলো জোনাকি কেনো আমি পথে একা দাঁড়িয়ে আলোদের পিয়নে সোডিয়াম নিয়নে যেন সবই কোথায় হারিয়ে.. আমি তোমার দ্বিধায় বাঁচি তোমার দ্বিধায় পুড়ে যাই এমন দ্বিধার পৃথিবীতে তোমায় চেয়েছি পুরোটাই আমি তোমার স্বপ্নে বাঁচি তোমার স্বপ্নে পুড়ে যাই এমন সাধের পৃথিবীতে তোমায় চেয়েছি পুরোটাই পুরোটাই..
এই ধরণের হাজারো ধরনের বাংলা গানের লিরিক্স বাংলা এবং ইংলিশে পেতে নিচে ক্লিক করুন।
Karone Okarone Lyrics In English
karone okarone nisedh na barone tomar namei joto jotsona nilam niyome oniyome dohone ba dharone amar nikhoj vabo ba pasei chilam karone okarone nisesh ba barone tomar namei joto jotsona nilam vetore bahire dohone ba dharone amay nikhoj vabo ba pasei chilam chokhe jol nona ki niye gelo jonaki keno ami pothe eka dariye aloder piyone sodiyam niyone. jeno sob e kothay hariye ami tomar didhay bachi tomar didhay pure jai emon didhay prithibite tomay cheyechi purotai ami tomar swpone bachi tomar swpone pure jai emon sadher prithibite tomay cheyechi purotai purotai jolete ba agune borsha ba falgune tomar name joto megheder gan jagorone michile kothay je ki chile amay nikhoj vabo niye oviman. chokhe jol nona ki niye gelo jonaki keno ami pothe eka dariye aloder piyone sodyum niyone jeno sobai kothy hariye ami tomar didhay bachi 'tomar didhay pure jai emon didhar prithibite tomay cheyechi purotai ami tomar swpone bachi tomar swpone pure jai emon sadher prithibite tomay cheyechi purotai purotai
➤এই গানটির অফিসিয়াল ভিডিও দেখতে এখানে ক্লিক করুন, অথবা নিচের দেওয়া ভিডিও থেকে দেখতে পারেন।