কিস ডে কি ? কেনই বা এই দিনটি পালন করা হয়? kiss day দিনটি কোন দিনটি কে ধরা হয়? আজ এই সব বিষয়ে আলোচনা করবো আমারা, তাহলে আসুন বিস্তারিত জেনে নেই।
কিস ডে অর্থাৎ চুম্বন দিবস, বর্তমানে এই দিনটি পালন করা হয় প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে 13 তারিখে। প্রত্যেক বছর ভ্যালেন্টাইন সপ্তাহ শুরু হয় রোজ ডে দিয়ে শুরু হয় এবং ভ্যালেন্টাইন ডে দিয়ে শেষ হয়, এবং এই দিনের আগের দিনটি 13ই ফেব্রুয়ারি কিস ডে হিসাবে উদযাপন করা হয় সারা পৃথিবীর জুড়ে।
বিষয়বস্তু
সর্বপ্রথম কিস ডে(kiss day) হিসাবে কোন দিনটি পালন করা হতো?
আন্তর্জাতিক চুম্বন দিবস বা বিশ্ব চুম্বন দিবস হিসাবে প্রতি বছর 6 জুলাই পালিত হত এই প্রথা যুক্তরাজ্যে গুলিতে শুরু হয়েছিল, সেই দিন একটি সরকারী ছুটির দিন হিসাবে ও পালন হতো, 2000 সালের গোড়ার দিকে সারা পৃথিবীর জুড়ে পালন শুরু হয়েছিলো,
কিন্তু এখন ফেব্রুয়ারির 13 তারিখে চুম্বন দিবস হিসেবে চিহ্নিত করা হয়েছে বা পালন করা হয়। কিন্তু কোনো সরকারি ছুটি পালন করা হয় না, যেটা ভ্যালেন্টাইন সপ্তাহে পরে।
আন্তর্জাতিক চুমু দিবস এর পেছনে একটা রহস্য বা একটা কারণ হলো, প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষটির চুম্বনের দ্বারা চুম্বনের সাথে জড়িত আনন্দ গুলি ও ভালোবাসা ভাগ করে নেয়।
🔥Kiss day Quotes, Sms | কিস ডে এসএমএস
তুমি গল্প হয়েও গল্প না, তুমি সত্যি হয়েও সত্যি না।
তোকে ভোলার ক্ষমতা আমার সত্যিই নেই, হাজার কষ্টের মদ্ধেও তোর কথা মনে পড়ে।
ঠোঁটে ঠোঁট লাগিয়ে কিস করার মজাই আলাদা, যারা করেছে তারাই জানে এর মজা।
আমি ছিলাম তোমার পাশে তোমার আকাশ ভালোবেসে।
আমার জীবনের সব থেকে সুন্দর মুহুর্ত যখন তোমার সাথে কথা বলি
ভালো করে শুনে রাখ, শুধু শুধু আমার ok শুধুই আমার।
আমিও তো মানুষ খারাপ আমার ও লাগে শুধু আমি বুঝতে দেই না।
ফুলের চেয়েও মিষ্টি তুমি হীরের চেয়েও দামি প্রানের চেয়ে প্রিয় তুমি কেমনে তোমায় ভুলি আমি।
🔥কিস ডে ইমেজ আপনার প্রিয় মানুষটির জন্য।
এই দিনটিকে আমরা আমাদের প্রিয় মানুষটিরকে কিস ডে এর শুভেচ্চা জানানোর জন্য ছবি শেয়ার করে থাকি, তাই আপনাদের জন্য কিছু ছবি নীচে দেওয়া রইলো।
- 👉আরও পড়ুন: শুভ সকাল শুভেচ্ছা বার্তা, শুভ সকাল মেসেজ।
- 👉👉👉👉আরও পড়ুনঃ কিভাবে স্বাস্থ্যাসাথি কার্ডের স্ট্যাটাস চেক করবেন?
Q: কিস ডে কবে 2022?
Ans: বর্তমানে কিস ডে ফেব্রুয়ারি মাসের 13 তারিখে পালন করা হয়।
Q: কিস ডে পিক
Ans: অনেক ছবির মধ্যে এই একটা ছবি দেওয়া হইলো।
Q: লিপ কিস কেনো করা হয়?
Ans: প্রেমিক প্রেমিকার মধ্যে ভালোবাসার প্রকাশ ও আনন্দ ভাগ করে নেওয়ার জন্য লিপ কিস করা হয়।
Q:
happy kiss day images
Ans:
Q: kiss day quotes bengali
Ans: আমি ছিলাম
তোমার পাশে
তোমার আকাশ
ভালোবেসে।
❤️আশা করি আপনার এই পোস্টটি ভালো লেগেছে, এরকম আরো সুন্দর সুন্দর পোস্ট পড়তে আপডেট পেতে ফলো রাখুব “ফিউচার বাংলা ডট কম” এবং পোস্টটি কেমন লাগলো অৱসই কমেন্ট করে জানাবেন আমাদের।❤️✍️
- Hanuman chalisa bengali version | হনুমান চালিশা বাংলা উচ্চারণে
- Hanuman chalisa in bengali [PDF] |হনুমান চালিশা বাংলাতে 2023
- Tomake Lyrics | তোমাকে লিরিক্স |Shreya Ghoshal | Parineeta
- Avash Lyrics | আভাস লিরিক্স | Sung Tanzir Tuhin -Avash Band
- Dekhechi Rupsagore Moner Manush Lyrics | দেখেছি রূপসাগরে মনের মানুষ