GhorGari Lyrics (ঘোরগাড়ী) from Highway Band | Train Poka

Rate this post

in this article, we have shared GhorGari Lyrics from Highway band. this song lyric was written by Aether Back, and the album is Train Poka.

GhorGari Lyrics
GhorGari Lyrics Highway Band | Train Poka

GhorGari song information

SongGhorGari
BandHighWay
LyricistAether Back
AlbumTrain Poka
LabelHIGHWAY

GhorGari Lyrics In Bengali

চাঁদনী রাইতে, নদীর ওপারে
আকাশ থেইকা নামলো পরী,
আমার চোখে চলে ঘোরগাড়ী। 

আমি হাবলায়, নদীর এপারে
ঘুমের ঘোরে দেখি তারে,
ছবির মত ডাকে আমারে। 

দেখাও কত রঙিল ছবি
ছবির আশায় হারাইলাম সবই,
দয়াল বানাও কত মায়ার ছবি
ছবির নেশায় ছাড়লাম সবই। 

আসার কালে, ছিলাম ঘুমে
কিবা আলো-আঁধার,
ঘুম ভাঙাইলা অসময়ে দয়াল
কইরা ছবির শিকার। 

বুঝলাম দয়াল তোমার রীতি
ছবিরও খেলায়,
বুইঝাও আবার যাই হারাইয়া
রঙিল ছবির মেলায়। 
ঘুম ভাঙিয়া আবার ঘুমাই
দেখা যায় ছবি,
নেশা কি লাগাইলা ছবিতে দয়াল
কি মায়ার ছবি। 

দেখাও কত রঙিল ছবি
ছবির আশায় হারাইলাম সবই,
দয়াল বানাও কত মায়ারও ছবি
ছবির নেশায় ছাড়লাম সবই

আমি হাবলায়, নদীর এপারে
ঘুমের ঘোরে দেখি তারে,
ছবির মত ডাকে আমারে। 

এই ধরণের হাজারো ধরনের বাংলা গানের লিরিক্স বাংলা এবং ইংলিশে পেতে নিচে ক্লিক করুন।

GhorGari Lyrics In English

chandini raite, nodir opare 
akash theika naima pori,
amar chokhe chole ghoragari. 

ami hablay, nodir epare
ghumer ghore dekhi tare
chobir moto dake amare

dekhao koto rongin chobi
chobir ashay harailam sobi,
doyal banao koto mayar chobi
chobir neshay charlam sobi.

asar kale, chilam ghume
kiba alo-adhar
ghum vangaila osomoye doyal
koira chobir sikar

bujhlam doyal tomar riti
chobiro khelay
bujhao abar jai haraiya
rongin chobir melay.
ghum vangiya abar ghumai
dekha jay chobi
nesha ki lagaila chobite doyal
ki mayar chobi

dekhao koto rongin chobi
chobir ashay harailam sobi
doyal banao koto mayaro chobi
chobir neshay charailam sobi

ami hablay, nodir epare
ghumer ghore dekhi tare
chobir moto dake amare.

➤এই গানটির অফিসিয়াল ভিডিও দেখতে এখানে ক্লিক করুন, অথবা নিচের দেওয়া ভিডিও থেকে দেখতে পারেন।

GhorGari song video

আমি সৌভিক মৃধা, আমি ২০২০ সালে আমার স্নাতক পাশ করি, তারপর বিগত কয়েক বছর ধরে ব্লগিং করছি এবং আমি নতুন প্রযুক্তি বা নতুন নতুন তথ্য সম্পর্কে জানতে ভালোবাসি। এবং বর্তমানে আমি নানান বিষয়ের উপর কন্টেন্ট লিখি।

Leave a Comment