দোল পূর্ণিমা 2022 তারিখ ও শুভেচ্ছা বার্তা | Dol purnima 2022 date and quotes

Rate this post

দোল পূর্ণিমা 2022 এর তারিখ, দোলযাত্রা বা দোল পূর্ণিমা কেনো পালন করা হয়? দোল পূর্ণিমা সুভেচ্ছা 2022 সমন্ধে এই নিবন্ধে আলোচনা করবো আজ আমরা।

দোল পূর্ণিমা বা দোলযাত্রা: এই উৎসব হিন্দু প্রধানত হিন্দু সম্প্রদাযের বা গোষ্ঠীর একটি প্রধান উৎসব। যে উৎসবে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সঙ্গে সব ধর্মের মানুষ আনন্দে মেতে ওঠে এবং আনন্দের রঙে ভরিয়ে তোলে জীবন।

দোল পূর্ণিমা ছবি , দোলযাত্রা ছবি, dol purnima chobi,
দোল যাত্রা, হ্যাপি হোলি

বাংলার বাইরে ও এই উৎসবটি পালিত হয়, কিন্তু সেই উৎসব হোলি নামে পরিচিত। এই উৎসবের ওপর আরেকটি নাম হলো বসন্ত উৎসব, আর এই দোল পূর্ণিমা,দোল যাত্রা বা বসন্ত উৎসব পালিত হয় ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে।

কেনো দোল পূর্ণিমা বা বসন্ত উৎসব পালিত হয়?

কৃষ্ণ ধর্ম বা বৈষ্ণব ধর্ম অনুযায়ী ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিতে ভগবান শ্রী কৃষ্ণ বৃন্দাবনে রাঁধা এবং তার অন্যান্য বান্ধবিদের সঙ্গে আবির এবং রং নিয়ে খেলায় মেতে উঠেছিলেন, এবং সেই থেকেই উৎপত্তি হয় দোলপূর্ণিমা বা বসন্ত উৎসব।

দোল পূর্ণিমা ছবি ২০২২
দোল পূর্ণিমা ছবি ২০২২

এবং সেই দিনটিকে স্বরণীয় করে রাখবার জন্য বর্তমানে আমরা ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিতে দোলপূর্ণিমা এর ওই দিন রং এর খেলায় মেতে উঠি সব ভুলে।

ওই দিন ভগবান রাধা কৃষ্ণের মূর্তির সঙ্গে বাংলার নানা প্রান্তে ভক্তেরা শোভাযাত্রা নিয়ে বের হন, এবং নারী পুরুষ নির্বিশেষে একে অপরকে আবির এবং রং মাখান।

দোল পূর্ণিমা ছবি , দোলযাত্রা ছবি, dol purnima chobi,
দোল যাত্রা, হ্যাপি হোলি


শান্তিনিকেতনের বসন্তোৎসব বা দোল পূর্ণিমা

আমাদের দোল পূর্ণিমা বা দোল যাত্রা শান্তিনিকেতনে বসন্ত উৎসব নামে পরিচিত, এই বসন্ত উৎসব আগে শান্তিনিকেতনের বিদ্যালয় প্রাঙ্গন থেকে ছোট্ট করে, নাচ,গান পরিবেশন এর মাধ্যমে শুরু হয়েছিলো, পরবর্তীকালে এই অনুষ্ঠানটি আকারে বড়ো হয়ে শান্তিনিকেতন তথা সমগ্র বাংলার একটি জনপ্রিয় উৎসব বসন্ত উৎসব এর আকার নেয়।

এই উৎসব এখন শুধু শান্তিনিকেতনের মানুষ পালন করে না, বাংলা এবং বাইরে নানান প্রান্ত থেকে মানুষ এই উৎসব পালন করতে যায় ওইদিন।

diverse couple having fun during paint festival
Photo by Akshansh Singh on Pexels.com

দোল পূর্ণিমা (দোলযাত্রা) তারিখ 2022

এই বছর (2022) দোল পূর্ণিমা এর তারিখগুলি হলো।

  • ইংরেজী তারিখ:- 18ই মার্চ শুক্রবার।
  • বাংলা তারিখ:- ০৩ চৈত্র শুক্রবার।
এই উৎসবের অন্যান্য নামগুলি-দোল পূর্ণিমা, দোলযাত্রা, বসন্ত উৎসব, হোলি
উদযাপন করা হয়- 3দিন থেকে শুরু করে 16 দিন পর্যন্ত।
পালন কারা করেন?ভারতে – হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, এবং প্রধানত বহুসংখ্যক বাঙালি এবং বৌদ্ধ ধর্মের মানুষেরা।
শুরু কবে থেকে হয়?ফাল্গুনী পূর্ণিমা থেকে শুরু হয়।
শেষ কবে হয়?ফাল্গুন মাসেই শেষ হয় (ইং-ফেব্রুয়ারি-মার্চ)
Dol purnima table
দোল পূর্ণিমা শুভেচ্ছা

এই দিনে আমরা আমাদের প্রিয় মানুষদের কাছের মানুষদের কে দোল যাত্রা বা দোল পূর্ণিমার শুভেচ্ছা বার্তা পাঠাই, তাই আপনাদের জন্য নিয়ে এলাম কিছু সেরা দোল পুর্ণিমা শুভেচ্ছা বার্তার সম্ভার।

indian woman with painted face throwing holi paints in air
Photo by Mohit Suthar on Pexels.com
ফিরে এলো ফাগুন বেলা
মনে শুধু রঙের খেলা
আবিরের রঙে রাঙাবো তোমায়
জীবনে লাগবে রঙের ছোঁয়া।
শুভ দোলযাত্রা🌈
শুভ দোলযাত্রা
তোমাকে জানাই 
আন্তরিক প্রীতি ও সুভেচ্ছা
ভালোবাসা, আনন্দ, শান্তি, 
উন্নতির রঙে রাঙিয়ে উঠুক তোমার জীবন🌈❤️
রঙে রঙিন হয়ে উঠুক 
তোমার জীবন
তোমাকে জানাই 
শুভ দোলযাত্রার
প্রীতি ও শুভেচ্ছা।
এই রঙের উৎসবে
আনন্দময় হোক তোমার জীবন
শুভ দোলযাত্রা।
খেলবো হোলি রং দেবোনা 
তাই কখনো হয়।
হ্যাপি হোলি🌈
“খোল দ্বার খোল লাগল যে দোল 
স্থলে জলে বনতলে লাগল যে দোল “~ 
রঙের উৎসবে সকলকে জানাই রঙিন শুভেচ্ছা !!দোলযাত্রা প্রীতি ও শুভেচ্ছা।
group of men with faces and body covered with coloured powder
Photo by Omkar Pandhare on Pexels.com
হোলির এই শুভ রঙে
সবার জীবন রঙিন হয়ে উঠুক। 
মনে লাগুক বসন্তের ছোঁয়া ; 
হোলির দিনটি সকলের আনন্দ সহকারে কাটুক।
বাতাসে বহিছে প্রেম,
নয়নে লাগিলো নেশা 
কারা যে ডাকিলো পিছে,
বসন্ত এসে গেছে
মধুর অমৃতবানী বেলা গেল সহজেই 
মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে”~ 
বসন্তের এই রঙিন আবহে সকলকে জানাই দোলযাত্রার একরাশ শুভেচ্ছা রইলো !
তোমার পরিবারের জন্যে, 
দোলপূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা রইলো 
দারুন হোলি খেলুন সকলে
রঙে রঙে রাঙিয়ে দাও
এই মন,এই ভুবন
মেতে ওঠো রঙের উৎসব
শুভ দোলযাত্রা❤️
adorable ethnic girl playing with bright colors during holi festival
Photo by Neeraj kumar on Pexels.com
রামধনু রং পাঠিয়ে দিলাম,
একটু তাকিয়ে দেখো।
পছন্দের রং টি তুমি,
আমার হয়ে মেখো।
শুভ দোল পূর্ণিমা🌈
দোল এর রং এ ভগবান
তোমার জীবন রঙিন
করে তুলুক
মেতে উঠো জীবনের প্রতিটি
রং গুলিকে উপভোগ করাতে
শুভ দোলযাত্রা।
অনেক রঙের বাহারে
তোমার মন ও জীবন
হয়ে উঠুক রঙিন…
তোমার মনের রং
হয়ে উঠুক উজ্জ্বল…
শুভ দোলযাত্রা❤️
দোল পূর্ণিমা ছবি
দোল পূর্ণিমা ছবি
আবির গালে মাখিয়ে নেবো,
লেন্সে রাখবো মুখ…..
রং মাখবার ছুঁতো করে,
ডিপিতে স্বর্গ সুখ
এই দোল পূর্ণিমাতে শত্রুদের ক্ষমা করে,
প্রিয়জনদের সাথে দোল খেলায় মেতে উঠুন।
শুভ দোলযাত্রা

দোল পূর্ণিমা শুভেচ্ছা ছবি

প্রতি বছরের এই দোলের এই দিনটি বিশেষ একটা দিন এই দিনে আমরা আমাদের পরিবার বন্ধু বান্ধব দের কাছে এই দিনের শুভেচ্ছা বার্তা পাঠিয়ে থাকি, তার জন্য বর্তমানে আমরা সুন্দর সুন্দর ছবি দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকি তার জন্য নীচে আমরা কিছু সেরা ছবির কালেকশন নিয়ে এসেছি।

দোল পূর্ণিমা
দোল যাত্রা ছবি
20220303 132719 0000
দোল যাত্রা ছবি
দোল পূর্ণিমা ছবি, দোলযাত্রা ছবি
দোল পূর্ণিমা ছবি, দোলযাত্রা ছবি
দোল পূর্ণিমা ছবি ২০২২
দোল পূর্ণিমা ছবি ২০২২
দোল পূর্ণিমা ছবি ২০২২
দোল পূর্ণিমা ছবি ২০২২
দোল পূর্ণিমা ছবি ২০২২
দোল পূর্ণিমা ছবি ২০২২
দোল পূর্ণিমা ছবি ২০২২
দোল পূর্ণিমা ছবি ২০২২
দোল পূর্ণিমা বা বসন্ত উৎসবের সাংস্কৃতিক তাৎপর্য:

ভারতের বিভিন্ন প্রান্তে এই উৎসব পালিত হয়, হিন্দু বা বাঙালি উৎসবের মধ্যে এই উৎসবের একটা সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে। এটি একটি আনন্দের দিন যেদিন সবাই তার অতীতের ভুলগুলো মন কষাকষি ভুলে, এই দিনে মানুষেরা একে অপরের মধ্যকার ঝগড়া-বিবাদ মিটিয়ে নতূন ভাবে জীবন শুরু করে। হোলি উৎসব বা বসন্ত উৎসব একই সাথে বসন্তের আগমন এর বার্তাও নিয়ে আসে। অনেকের কাছে এটা নতুন বছরের শুরুকে নির্দেশ করে। নতুন বন্ধু বানানোর সময় এটা, আর এই উৎসব এখন শুধু হিন্দুদের উৎসব নয়, সব ধর্ম নির্বিশেষে এই উৎসব এখন পালন করে আনন্দ করেন।

Q: Dol Purnima 2022 Bengali date?

Ans: দোল পূর্ণিমা এর বাংলা তারিখ ০৩ চৈত্র শুক্রবার।

Q: When is dol purnima 2022?

Ans: 18ই মার্চ শুক্রবার।

Q: রং দল কত তারিখে?

Ans: ইংরেজী তারিখ:- 18ই মার্চ শুক্রবার।
বাংলা তারিখ:- ০৩ চৈত্র শুক্রবার।

Q: বসন্ত উৎসব ২০২২

Ans: ইংরেজি 18ই মার্চ শুক্রবার, বাংলা ০৩ চৈত্র শুক্রবার।

Q: দোল পূর্ণিমা ২০২২ বাংলা তারিখ?

Ans: ০৩ চৈত্র শুক্রবার।

Q: 2022 সালের হোলি কবে?

Ans: ইংরেজি 18ই মার্চ শুক্রবার।

Q: Doljatra 2022 in West Bengal

Ans: দোলযাত্রা বা দোল পূর্ণিমা বাংলার একটা অনেক আনন্দের উৎসব, প্রত্যেক বছরের ন্যায় এবছর ও ইংরেজি 18ই মার্চ শুক্রবার পশ্চিম বাংলার দোলযাত্রা অনুষ্ঠিত হবে।

🙏আমাদের ওয়েবসাইটে ভিসিট করবার জন্য এবং সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ, আমাদের ফিউচার বাংলা টিম এর তরফ থেকে আপনাদেরকে জানাই শুভ দোল যাত্রার প্রীতি ও শুভেচ্ছা।🙏

আমাদের পোস্টটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ।✍️

3 thoughts on “দোল পূর্ণিমা 2022 তারিখ ও শুভেচ্ছা বার্তা | Dol purnima 2022 date and quotes”

Leave a Comment