Dariye Acho Tumi Amar Lyrics | দাঁড়িয়ে আছ তুমি আমার | Rabindra Sangeet

Rate this post

দড়িয়ে আছো তুমি আমার (Dariye Acho Tumi Amar Lyrics) রবীন্দ্রসঙ্গীত গানটি গেয়েছেন Saswati bhattacharjee। দড়িয়ে আছো তুমি আমার গানটির কথা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। গানটি রেকর্ড & মিশ্রিত Dhrubo bhattacharjee (Studio jam52 ) আয়ত্ত করেছিলেন। একই গান আরও অনেক শিল্পী গেয়েছেন।

Dariye Acho Tumi Amar Lyrics  দাঁড়িয়ে আছ তুমি আমার  Rabindra Sangeet
Dariye Acho Tumi Amar Lyrics দাঁড়িয়ে আছ তুমি আমার Rabindra Sangeet

Dariye Acho Tumi Amar song information:

SongDariye Acho Tumi Amar
SingerSaswati Bhattacharjee
LyricistRanbindranath Tagore
MusicDhrubo Bhattacharjee
Mix and masterDhrubo Bhattacharjee (Studio jam52 )

Dariye Acho Tumi Amar Lyrics In Bengali

দাঁড়িয়ে আছ তুমি আমার
গানের ওপারে।
আমার সুরগুলি পায় চরণ,

আমি পাই নে তোমারে।
দাঁড়িয়ে আছো তুমি আমার
গানের ওপারে।

বাতাস বহে মরি মরি,
আর বেঁধে রেখো না তরী।
এসো এসো পার হয়ে মোর
হৃদয়- মাঝারে।
দাঁড়িয়ে আছ তুমি আমার
গানের ওপারে।

তোমার সাথে গানের খেলা
দূরের খেলা যে,
বেদনাতে বাঁশি বাজায়
সকল বেলা যে।

কবে নিয়ে আমার বাঁশি
বাজাবে গো আপনি আসি।
আনন্দময় নীরব রাতের
নিবিড় আঁধারে।
দাঁড়িয়ে আছ তুমি আমার
গানের ওপারে।
আমার সুরগুলি পায় চরণ,
আমি পাই নে তোমারে।
দাঁড়িয়ে আছো তুমি আমার
গানের ওপারে।

এই ধরণের হাজারো ধরনের বাংলা গানের লিরিক্স বাংলা এবং ইংলিশে পেতে নিচে ক্লিক করুন।

Dariye Acho Tumi Amar Lyrics In English

Dariye acho tumi amar
Gaaner opare.
Amar sur guli paay choron,

Ami pai ney tomare.
Dariye acho tumi amar
 Gaaner opare.

Batas bohe mori mori,
Aar bedhe rekho na tori.
Esho esho paar hoye mor
Hridoy - majhare.
Dariye acho tumi amar
 Gaaner opare.

Tomar sathe ganer khela
Durer khela je,
Bedonate bashi bajay
Sokol bela je.

Kobe niye amar basi
Bajabo go apni asi.
Ananda moy nirob rater
Nirob Adhare.
Dariye acho tumi amar
 Gaaner opare.
Amar sur guli paay choron,
Ami pai ney tomare.
Dariye acho tumi amar
 Gaaner opare.

➤এই গানটির অফিসিয়াল ভিডিও দেখতে এখানে ক্লিক করুন, অথবা নিচের দেওয়া ভিডিও থেকে দেখতে পারেন।

আমি , চঞ্চল হালদার আমি বিগত ২ বছর ধরে ব্লগিং করছি এবং আমি নতুন প্রযুক্তি বা টেকনলজি এর সম্বন্ধে জানতে পছন্দ করি। বর্তমানে আমি আমার নিজের ওয়েবসাইট futurebangla.in এর জন্য আর্টিকেল লিখছি।

Leave a Comment