In this post we have shared Chiro odhora lyrics , This song is sung by Miftah Zaman, and this song’s lyrics were written by – Tushar Hasan.
বিষয়বস্তু
Chiro odhora song information:
Song Name | Chiro Odhora(চির অধরা) |
Lyric | Tushar Hasan |
Singer | Miftah Zaman |
ALBUM | Shudu Tomake |
Music | Amit Malick |
Label | G Series |
Chiro odhora lyrics in Bengali language
অবাক চাঁদের আলোয় দেখো ভেসে যায় আমাদের পৃথিবী, আড়াল হতে দেখেছি তোমার নিষ্পাপ মুখখানি। ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায় বুঝিনি কভু সেই মায়াতো আমার তরে নয়, ভুলগুলো জমিয়ে রেখে বুকের মণিকোঠায় আপন মনের আড়াল থেকে .. ভালবাসবো তোমায়, ভালবাসবো তোমায়।। তোমার চিরচেনা পথের ওই সীমা ছাড়িয়ে এই প্রেম বুকে ধরে আমি হয়তো যাবো হারিয়ে, চোখের গভীরে তবু মিছে ইচ্ছে জড়িয়ে একবার শুধু একটিবার হাতটা দাও বাড়িয়ে। ডাকবেনা তুমি আমায় জানি কোনোদিন তবু প্রার্থনা তোমার জন্য হবেনা মলিন .. হবেনা মলিন .. ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায় বুঝিনি কভু সেই মায়াতো আমার তরে নয়, ভুলগুলো জমিয়ে রেখে বুকের মণিকোঠায় আপন মনের আড়াল থেকে ভালবাসবো তোমায়, ভালবাসবো তোমায় ... হাজার বছর এমনি করে আকাশের চাঁদটা আলো দেবে, আমার পাশে ক্লান্ত ছায়া আজীবন রয়ে যাবে, তবু এই অসহায় আমি ভালবাসবো তোমাকে, শুধু যে তোমাকে ভালবাসবো তোমাকে।।
Chiro odhora lyrics in english
Obak chander aaloy dekho Vese jaay amader prithibi Aaral hote dekhechi tomar Nishpap mukhkhani Dubechi ami tomar chokher ananta mayay Bujhini kobhu sei mayato amar tore noy Bhulo gulo jomiye rekhe buker monikothay Apon moner aral theke Valobashbo tomay Bhalobashbo tomay... tomar chirchena pother oi sima chariye ei prem buke dhore ami hoito jabo hariye, chokher govire tobu miche icche joriye ekbar sudhu ektibar hatta dai bariye. dakbbena tumi amay jani konodin tobu prathona tomar jonno hobena molin.. hobena molin.. dubechi ami tomar chokher ononto mayay bujhini kovu sei mayate amar tore noy, vhulgulo jomiye rekhe buker moni kothay apon moner aral theke valobasbo tomay, valobasbo tomay... hajar bochor emni kore akasher chadta alo debe, amar pashe klanto chaya ajibon roye jabe, tobu ei osohay ami valobasbo tomake sudhu je tomake valobasbo tomake.
➤এই গানটির অফিসিয়াল ভিডিও দেখতে এখানে ক্লিক করুন, অথবা নিচের দেওয়া ভিডিও থেকে দেখতে পারেন।
➤এই ধরনের আরও বাংলা সুন্দর সুন্দর গানের লিরিক্স এবং বাংলা SMS পড়বার জন্য আমাদের ওয়েবসাইট এর হোম পেজ ভিজিট করুন ক্লিক করুন।