বসন্তের কবিতা, বসন্তের স্ট্যাটাস

Rate this post

এই অয়েব পেজে আজকে আমরা বসন্তের কবিতা(Bosoner Kobita) বা বসন্তের স্ট্যাটাস নিয়ে পরবো ও কিছু বসন্ত নিয়ে ছবি ও কথা বলবো।

বসন্ত কথা আমাদের একটি প্রিয় কাল বা সময়, এই সময় বা কালকে আমরা সবাই পছন্দ করে থাকি এবং আমারা এই বসন্ত কালকে আমাদের জিবনের সঙ্গে তুলনা করে থাকি, তাই আজ আমরা কিছু সেরা বসন্তের কবিতা এর কালেকশন এনেছি আশা করি আপনাদের পছন্দ হবে- তাহলে চলুন দেখে নেওয়া যাক-

বসন্তের কবিতা

বসন্তের কবিতা #১

যখন ঋতুর পর ঋতু পেরিয়ে গেছে
দিনের পর রাত্রি এড়িয়ে গেছে
বৈশাখের তীব্র ঘ্রিনা দেখেছো তুমি
কান্নার সমস্ত অধিকার কেড়ে নিয়েছে।
তোমার প্রতিবেশী

একদিন তোমার ও তো ছিল - বসন্তের 
আকাশে হাসিমুখ ভরা
পাখিদের কলরব আর
তোমার ঘন সবুজ আর এলোমেলো চুল। 
 বসন্তের কবিতা
বসন্তের কবিতা

বসন্তের কবিতা #২ শেষ বসন্ত

আজিকার দিন না ফুরাতে
হবে মোর এ আশা পূরাতে—
শুধু এবারের মতো
বসন্তের ফুল যত
যাবো মোরা দুজনে কুড়াতে।
তোমার কানন-তলে ফাল্গুন আসিবে বারম্বার,
তাহারি একটি শুধু মাগি আমি দুয়ারে তোমার॥

বেলা কবে গিয়াছে বৃথাই
এত কাল ভুলে ছিনু তাই।
হঠাৎ তোমার চোখে
দেখিয়াছি সন্ধ্যালোকে
আমার সময় আর নাই।
তাই আমি একে একে গণিতেছি কৃপণের সম
ব্যাকুল সঙ্কোচভরে বসন্ত-শেষের দিন মম॥

>কবিতার সোর্স- উইকিসংকলন

বসন্তের কবিতা #৪

বসন্ত এসে গেছে আবার,

বসন্ত আসুক ফিরে বারবার!

বসন্ত যাক ছুঁয়ে হৃদয় সবার,

বসন্ত এসো, দিলাম খুলে দ্বার!


গোমড়া কোকিল ডাকছে ঐ,

বসন্ত তুমি ছিলে কই?

বাতাসে বাতাসে বাজছে গান,

ভাসছে ঐ ফুলের ঘ্রাণ!


বসন্ত তুমি বসন্তই থেকো,

কভু হারিয়ে যেয়ো নাকো!

বসন্তের স্ট্যাটাস

বসন্তের স্ট্যাটাস #১

ভালো যদি বাসতে চাও
তবে বসন্ত নয় সেদিন এসো ,
যেদিন প্রখর রৌদ্র তাহলে বুঝবো 
সুখ খোঁজো নি তুমি আমার সাথে 
তুমি ও হতে চেয়েছো দগ্ধ।

বসন্তের স্ট্যাটাস #২

দুঃখের ঘোমটা থেকে অবাক বৃষ্টি এসে
যখন ভিজিয়ে যায় প্রান
আমার বেদনার আকাশে ভরা বিস্ময়
নীলিমায় উড়ে যাওয়া স্বপ্ন পাতি একে একে সহচ্র রূপে
বিভ্রান্তির মায়াজাল আর কাঙ্খিত পৃথিবী হয় মিলেমিশে একাকার
অবাক আকাশ আমার সঙ্খনীল কারাগার
দুঃখের ঘমঘটা শেষে
বিক্ষত  হৃদয় রাঙায় রক্ত লালে সহচ্র  বর্ণ রূপে
নিশ্চুপ নীরবতায় গভীর রাত্রি এসে
মিলে মিশে একাকার
দিনের শেষে অবাক পৃথিবী আমার
সঙ্খনীল কারাগার। 

বসন্তের কবিতাঃ ফুল ফুটুক না ফুটুক

সুভাষ মুখোপাধ্যায় এর লেখা বসন্তের কবিতাঃ- “ফুল ফুটুক না ফুটুক”

ফুল ফুটুক না ফুটুক
আজ বসন্ত।

শান-বাঁধানো ফুটপাথে
পাথরে পা ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ
কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে
হাসছে।

ফুল ফুটুক না ফুটুক
আজ বসন্ত।

আলোর চোখে কালো ঠুলি পরিয়ে
তারপর খুলে –
মৃত্যুর কোলে মানুষকে শুইয়ে দিয়ে
তারপর তুলে –
যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে
যেন না ফেরে।

গায়ে হলুদ দেওয়া বিকেলে
একটা দুটো পয়সা পেলে
যে হরবোলা ছেলেটা
কোকিল ডাকতে ডাকতে যেত
– তাকে ডেকে নিয়ে গেছে দিনগুলো।

লাল কালিতে ছাপা হলদে চিঠির মত
আকাশটাকে মাথায় নিয়ে
এ-গলির এক কালোকুচ্ছিত আইবুড়ো মেয়ে
রেলিঙে বুক চেপে ধ’রে
এই সব সাত-পাঁচ ভাবছিল –

ঠিক সেই সময়
চোখের মাথা খেয়ে গায়ে উড়ে এসে বসল
আ মরণ ! পোড়ারমুখ লক্ষ্মীছাড়া প্রজাপতি !

তারপর দাড়ম করে দরজা বন্ধ হবার শব্দ।
অন্ধকারে মুখ চাপা দিয়ে
দড়িপাকানো সেই গাছ
তখন ও হাসছে।

– সুভাষ মুখোপাধ্যায়

সম্পর্কিত পোস্টগুলি-

🙏আমাদের ওয়েবসাইটে ভিসিট করবার জন্য এবং সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ, আমাদের ফিউচার বাংলা টিম এর তরফ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ।🙏

আমাদের পোস্টটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন

Leave a Comment