Bondhu Chol Lyrics | (বন্ধু চল) – Anupam Roy – Open Tee Bioscope

Rate this post

“ওপেন টি বায়োস্কোপ” বাংলা মুভি থেকে অনুপম রায়ের Bondhu Chol Lyrics । গানটি গেয়েছেন অনুপম রায় সঙ্গীতটি উপল অভিনীত: ঋদ্ধি সেন এবং সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় অভিনীত। বন্ধু চল বাংলা গানের কথা লিখেছেন প্রসেন।

Bondhu Chol Lyrics  (বন্ধু চল) - Anupam Roy - Open Tee Bioscope

Bondhu Chol song information:

SongBondhu chol (বন্ধু চল)
SingerAnupam Roy
LyricistPrasen
Music DirectorUpal Sengupta
Music LabelAsha Audio

Bondhu Chol Lyrics In Bengali

জল ছবি, রঙমশাল, স্কুল ছুটির হজমিরা
রূপকথার পায়রাদের গল্প বল।
বন্ধু চল..

রামধনু, ঝালমুড়ি, হাফ টিকিট, আব্বুলিশ
বিটনুন আর চুরমুরের গল্প বল।
বন্ধু চল..

বন্ধু চল.. রোদ্দুরে..
মন কেমন.. মাঠজুড়ে..
খেলবো আজ ওই ঘাসে
তোর টিমে তোর পাশে

ফুটকড়াই, অ্যান্টেনা, হাফ চিঠি, হাফ প্যাডেল
আয়না আর জলপরীর গল্প বল
বন্ধু চল..
সাপ লুডো, চিত্রহার, লোডশেডিং, শুকতারা
পাঁচসিকের দুঃখদের গল্প বল
বন্ধু চল..
বন্ধু চল... বলটা লে.
রাখবো হাত তোর কাঁধে
গল্পেরা অই ঘাসে
তোর টিমে তোর পাশে

ভাড়া করা সাইকেল রেসগুলো
ছুটছে ব্যাক পাসে
ধোঁয়া ধোঁয়া নৌকার ছাইগুলো
উড়ছে একপাশে

ভাড়া করা সাইকেল রেসগুলো
ছুটছে ব্যাক পাসে
খালি গায়ে নৌকার ছাইগুলো
উড়ছে একপাশে
সেলোফেনে মুড়ে রাখা রাংতারা
সাদাকালো অ্যালবামে
সন্ধ্যের আরতির শাঁখ বাজে
বন্ধুর ডাকনামে।

বন্ধু চল.. বলটা দে
রাখবো হাত তোর কাঁধে
গল্পেরা এই ঘাসে
তোর টিমে তোর পাশে

জল ছবি, রঙমশাল, স্কুল ছুটির হজমিরা
রূপকথার পায়রাদের গল্প বল
বন্ধু চল।

রামধনু, ঝালমুড়ি, হাফ টিকিট, আব্বুলিশ
বিটনুন আর চুরমুরের গল্প বল..
বন্ধু চল..
বন্ধু চল.. বলটা লে
রাখবো হাত তোর কাঁধে
গল্পেরা, ওই ঘাসে
তোর টিমে তোর পাশে

জল ছবি, রঙমশাল, স্কুল ছুটির হজমিরা
রূপকথার পায়রাদের গল্প বল
বন্ধু চল।
রামধনু, ঝালমুড়ি, হাফ টিকিট, আব্বুলিশ
বিটনুন আর চুরমুরের গল্প বল
বন্ধু চল।

বন্ধু চল.. রোদ্দুরে
মন কেমন.. মাঠজুড়ে
খেলবো আজ ওই ঘাসে
তোর টিমে, তোর পাশে
হমম্..তোর পাশে
হমম্..তোর পাশে

এই ধরণের হাজারো ধরনের বাংলা গানের লিরিক্স বাংলা এবং ইংলিশে পেতে নিচে ক্লিক করুন।

Bondhu Chol Lyrics In English

Jol chobi, rong moshal,
school chutir hajmi-ra
Rupkothar payra-der golpo bol..
Bandhu chol..

Ramdhanu jhal-muri, half-ticket,
Abbulish, bitnon aar churmurer golpo bol..
Bondhu chol..

Bandhu chol.. ruddurey..
mon kemon.. maath jurey
Khelbo aaj.. oi ghashey..
tor team-e.. tor pashe

Food korai, entena, hath chiti, haf-padel
Ayna ar jol porir golpo bol..
Bandhu chol..

Shaap-ludo, chitro-haar,
load shedding, sukhtara
Panchsiker dukhhoder golpo bol..
Bandhu chol..

Bandhu chol.. ball ta de..
Rakhbo haath.. tor kaadhey ..
Golpera oi ghashey..
Tor team-e tor pashe

Bhara kora cycle race gulo,
chutche back passe
Dhoa dhoa noukar chai gulo,
urche ekpashe 

Bhara kora cycle race gulo,
chutche back passe
Dhoa dhoa noukar chai gulo,
urche ekpashe

Selofen-e mure rakha rang tara,
shada-kalo album-e
Sondher arotir shakh baaje
bondhur daak naame
Bandhu chal.. ball ta de
Rakhbo haath.. tor kaadhe
Golpera ei ghashe..
tor team-e tor pashe

➤এই গানটির অফিসিয়াল ভিডিও দেখতে এখানে ক্লিক করুন, অথবা নিচের দেওয়া ভিডিও থেকে দেখতে পারেন।

আমি , চঞ্চল হালদার আমি বিগত ২ বছর ধরে ব্লগিং করছি এবং আমি নতুন প্রযুক্তি বা টেকনলজি এর সম্বন্ধে জানতে পছন্দ করি। বর্তমানে আমি আমার নিজের ওয়েবসাইট futurebangla.in এর জন্য আর্টিকেল লিখছি।

Leave a Comment