Bapi Lahiri Death: প্রয়াত হলেন বাপি লাহিড়ী

Rate this post

আমাদের প্রিয় সিঙ্গার-কম্পোজার বাপি লাহিড়ী মারা গেলেন (bapi lahiri death) 15ই ফেব্রুয়ারি রাতে, মুম্বাই এর সিটিকেয়ার হসপিটালে, এই হসপিটালটি মুম্বাই এর জুহু এলাকায়, সেখানে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আমাদের প্রিয় বাঙালি গায়ক বাপি লাহিড়ী এর বয়স হয়েছিলো 69 বছর।

খুবই বেদনাদায়ক খবর হলো এটাই যে কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর এর মৃত্যুর কিছুদিন পরেই বাপি লাহিড়ী মারা গেলেন,

প্রয়াত বাপি লাহিড়ী অনেক গানের জন্য তিনি নামকরা ছিলেন কিন্তু সব থেকে বেশি পপুলার ছিলেন তিনি, 80s আর 90s এর ডিস্ক danchar গানের জন্য।

বাপি লাহিড়ী হসপিটালে admit ছিলেন প্রায় এক মাস ধরে এবং ছুটি পান সোমবার 14ই ফেব্রুয়ারি, কিন্ত তারপর ও তার শরীর খুব একটা ভালো যায় না তারপর আবার ডক্টর ডাকা হয়।

তার কর্মকাল

বাপি লাহিড়ী তার কর্মজীবনে অনেক হিট গান গেয়েছেন, অনেক পপুলার সিনেমার জন্য, 1970 থেকে শুরু করে 1980 পর্যন্ত যেমন, চলতে চলতে, Danchar, সারাবী, তার শেষ বলিউড এর গাওয়া গান হলো- ভ্যাংকাচ ছিলো তার শেষ গান “Baghi 3” সিনেমা থেকে।

আমাদের এ খবরটি PTI অর্থাৎ প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া এর ভিত্তিতে প্রকাশিত হলো👇

Bapi lahiri death news form Press trust of india

👉আরো পড়ুন: বিস্ট মুভি এর নতুন গান আরাবিক কুথু

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বলিউড তারকারা কি বললেন

নরেন্দ্র মোদীজি ও টুইটার আকাউন্ট শোক প্রকাশ করলেন, এবং টলিউড, বলিউড থেকে শুরু করে সব তারকারা বাপি দা কে নিয়ে তাদের সোশ্যাল মিডিয়া তে শোক প্রকাশ করেছে।

IMG 20220216 100749
Pm narendra modi and bapi lahiri

👉আরও পড়ুন: হিরো আলম সোশ্যাল মিডিয়া কাঁপালো কি গান গেয়ে।

👉আরও পড়ুন: রেশন কার্ডের ফর্ম দাউনলোড করুন ক্লিক করুন

“ফিউচার বাংলা ডট কম” এ ভিসিট করার জন্য ধন্যবাদ🙏

আমি সৌভিক মৃধা, আমি ২০২০ সালে আমার স্নাতক পাশ করি, তারপর বিগত কয়েক বছর ধরে ব্লগিং করছি এবং আমি নতুন প্রযুক্তি বা নতুন নতুন তথ্য সম্পর্কে জানতে ভালোবাসি। বর্তমানে আমি অন্য ওয়েবসাইট জন্য এবং আমার নিজের ওয়েবসাইটের জন্য আর্টিকেল লিখছি।

Leave a Comment