New bangla shayari 2022 | bangla shayari photo |রোমান্টিক ভালোবাসার শায়েরী

5/5 - (1 vote)

আপনি কি bangla shayari, bangla love shayari, love shayari in bengali বাংলা শায়েরি, খুজছেন তাহলে একদম সঠিক ওয়েবসাইটে এসছেন। এখানে আপনি সুন্দর সুন্দর বাংলা শায়েরি এবং ছবি পাবেন।

বর্তমানে যুগে আমাদের দিন স্মার্টফোনে দিয়েই শুরু হয়। সকাল বেলা ঘুম থেকে ওঠার পর প্রথমেই স্মার্টফোন খুজি। তাই অনেকের তার প্রিয়তম মানুষটির জন্য  bangla shayari খুজে থাকি, এখান থেকে বাংলা শায়েরি কপি করে আপনি আপনার প্রিয় মানুষটিকে হোয়াটসআপ অথবা ফেসবুক এর মত সোশ্যাল মিডিয়াতে বা এসএমএস এর মাদ্ধমে পাঠাতে পারবেন।’

এছাড়া আপনি যদি হোয়াটস্আপ এর স্ট্যাটাস এ শেয়ার করা জন্য অসাধরণ ছোট ছোট bangla shayari,shayari in bengali, bengali love shayari খোঁজ করে থাকেন তাহলে নিচে লিখিত Bengali shayari খুব সহজেই কপি করে বন্ধু এবং প্রিয় মানুষটি শেয়ার করতে পারবেন।

Bangla love shayari

Social নেটওয়ার্ক এর জগতে আমরা আমাদের ফেসবুক, হোয়াটসাআপ, ইন্সটাগ্রামে আমারা রোজ কিছু না কিছু আপডেট করি, এবং আমরা অনেকেই Bangla bangla shayari ও খুব পছন্দ করি ও শেয়ার করতে পছন্দ করি, তাই আমরা আপনাদের জন্য Bangla Love Shayari এর সম্ভার নিয়ে হাজির হয়েছি, খুব সহজেই কপি করে শেয়ার করতে পারবেন।

অনুভূতি কিছু গল্পের সাজানো বাকিটা মনের ভিতর
ছুঁয়ে দিলে ছোঁয়া হয় না কিছুই সব হারায় স্মৃতির ভিড়ে।
দুজনেই বদলে গেছি 
তুমি‌ ইচ্ছে করে 
আর আমি বাধ্য হয়ে।
আমার সবাই 
কারো না কারো গল্পে, 
এক বিরক্তিকর চরিত্র।
আমি বড়ই লোভি
এতো কিছু থাকার পরে ও আমি
শুধু তোমার অভাবে অভাবি।
টাকা থাকাটা খুব জরুরি , 
কারণ!
ভালোবাসা বন্ধুত্ব চাকরি সম্মান 
সব কেনা যায়।
তুমি ভালো না বাসলেও 
আমি বাসি। 
যতবার কাছে যাই 
তত বার ফিরে আসি।
আজকের জন্য‌ বাঁচো,
কারন গতকাল আর নেই,
এবং 
আগামীকাল নাও আসতে‌ পারে।
তুমি বলেছিলে মানুষ বদলায় 
তাই তুমিও বদলে গেলে। 
কিন্তু আমি বদলাইনি তাহলে 
কি আমি মানুষ নই?
ভাবি আমি ও লিখবো
তারপর ভাবি লিখতে গেলে
দৌড়ানো থামাতে হবে টাকার পেছনে।
bangla shayari
bangla shayari
বিশ্বাসটা গড়ে ওঠে তিলে তিলে ,
আর ভেঙে যায় এক ঢিলে।
বাঁচতে হলে হাসতে হবে
হোক না সেটা মিথ্যে হাসি।
গুছিয়ে গল্প বলা যায়,
অনুভূতি নয়।
আমি মানুষকে দরকারের থেকে বেশি পাত্তা দিয়ে ফেলি।

bangla sad shayari

রোজকার জিবনে শায়েরি বা বাংলা সাইরি আমারা অনেকেই পছন্দ করি, Bangla sad shayari ও খুব পছন্দ করি ও শেয়ার করতে পছন্দ করি, তাই আমরা আপনাদের জন্য Bangla sad Shayari এর সম্ভার নিয়ে হাজির হয়েছি, খুব সহজেই কপি করে শেয়ার করতে পারবেন।

ভাঙা সহজ , 
গুছানো কঠিন।
আমি হাত দিয়ে যা
ছুঁই 
তাই দুঃখ হয়ে যায়।
কষ্ট আমারও হয় শুধু 
বোঝার মতো কেউ নেই।
bangla shayari
bangla shayari
মুখোমুখি আমরা দুজন 
মাঝখানে অনেক বারন।
শুনেছি খুব বেশি ভালোবাসলে 
সে নাকি ছেয়ে চলে যায়। 
তাই ভাবছি আজ থেকে 
দুঃখকে খুব ভালোবাসবো।
bangla shayari
bangla shayari
হাতে পায়ে ধরে মানুষকে ফিরিয়ে আনা যায় 
কিন্তু অনুভূতিকে ফেরানো যায় না।
 যা একবার নষ্ট হয়ে যায় তা 
আর নতুন করে সেই একই 
মানুষের জন্য সৃষ্টি হয় না।

👉আরও পড়ুন: শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা, শুভ রাত্রি মেসেজ।

👉আরও পড়ুন: শুভ সকাল শুভেচ্ছা বার্তা, শুভ রাত্রি মেসেজ।

মায়া আজীবন তোমার 
জন্য থেকে যাবে।
সবাই আসে ক্ষণিকের অতিথি হয়ে। 
দিনের শেষে আমি একান্তই আমার ‌নিজের ।
মনের কথা গুলো কাউকে খুলে বললে
 হয়তো মনটা হালকা হতে পারে,
কিন্তু সেই কথাগুলো নিয়ে 
পরে অপমানিত হতে হয়রে।
বদলে যাওয়ার ইচ্ছা ছিল না তবুও বদলাচ্ছি রোজ
হয়তো এতে সব ভালই হবে হোক না মনটা নিখোঁজ।
লোকে সত্যি বলে ,
পৃথিবীতে কেউ কারো নয়
কিছুটা মায়া বাকিটা অভিনয়।
যে অভিমানে মানুষ ফিরে আসে না,
সেটা অভিমান নয় দূরে যাবার বাহানা মাএ।
bangla shayari
bangla shayari
এখন আর আমি অন্য কারো কথা ভাবি না,
আজকাল নিজেকে নিয়ে খুব ব্যস্ত হয়ে গেছি ।
মা গুলো বড়ই অদ্ভুত তাই না,
বিদ্বাশ্রমের গেটে দাঁড়িয়ে বলে
সাবধানে যাস বাবা ।
নিজের লক্ষের ওপর জেদ রাখো
সাফল্য একদিন ঠিকই পাবে।
যেদিন থেকে তুমি সবার
অপ্রিয় হবে ।
সেদিন থেকে তুমি নিজের প্রিয় হতে
শুরু করবে।
মেনে নিলেই শান্তি
মনে নিলেই অশান্তি।
bangla shayari
bangla shayari
আমাদের প্রত্যেকেরই কিছু না বলা
কথার মধ্যে অনেক কথাই লুকিয়ে থাকে।
বিশ্বাস , ভালোবাসা, প্রেম এই সবকিছু
শেষ হয়ে গেলেও মায়া কখনো শেষ হয় না।
পাওয়ার আগে এবং হারানোর পরে
সব কিছুই মূল্যবান ।
চলে যাবো তোর জীবন থেকে আসবো না আর ফিরে। 
এখন তুই থাকিস ভালো নিজের মনের মতো করে। 
কষ্ট ছাড়া কিছুই যখন দিইনি তোকে আমি। 
থাকবো কেন তোর কাছে আর তোকে করবো কেন ঋণী। 
নাইবা হলাম তোর সুখের সাথী ।
বিদায় নিলাম তোর কাছ থেকে চোখের জল টুকু নিয়ে।
 থাকিস এখন খুব ভালো আমায় ভুলে গিয়ে।
তবে দুঃখ কেন দেবো। 
কিছুই যখন দিইনি তোকে 
কিসের আশায় পরে রব।
দিনশেষে ভালো থাকতে
নিজের মধ্যে পরিবর্তন খুব প্রয়োজন
তারমধ্যে অন্যতম হলো কম কথা বলা।
অন্যের সাথে নিজেকে কম জড়িয়ে ফেলা।
প্রিয়জন' বলতে আমি যা বুঝি,
কখনো ভুল করলে যারা বকে খুব বকেঅনেক রাগ দেখায়,
 কিন্তু তারপরেই আবার ভালোবেসে আদর করে বোঝায় ।
এমন একটা মানুষ থাকা সত্যিই খুব ভাগ্যের।।
যদি
একদিন এমন হয় 
পরের দিন সকাল না হয়।
মায়া,
 না‌ দেয় কাওকে ভালো থাকতে
না দেয় কাওকে ভুলে থাকতে।
কে রাখে কার খোঁজ
সবার গল্প আমি নিখোঁজ।

Bangla Romantic Shayari

প্রত্যেকটা মানুষের জীবনে প্রেম আসে রোমাঞ্চ আসে তখন Bangla Romantic Shayari খুজি বা পছন্দ করি , তাই আমরা আপনাদের জন্য Bangla Romantic Shayari এর সম্ভার নিয়ে হাজির হয়েছি, আশা করি পছন্দ হবে এবং খুব সহজেই কপি করে শেয়ার করতে পারবেন।

মানুষ চলে গেল ও
তার স্মৃতি থেকে যায়।
জীবনে এরম কাউকে খোঁজো
যে তোমাকে পাওয়ার পর আর কাউকে
খুঁজবে না।
কতটা ভালোবাসি জানিনা
 কিন্তু বাড়ি ফিরে সবার আগে 
তোমাকেই খুঁজি মা।
মন তাকেই চাই যাকে 
বোঝানো বড় দায়।
সাথেও ছিলাম পাশে ছিলাম
 শুধু ছিলাম না তার মনে।
যাকে ভালোবাসা যায়। 
তাকে নিয়ে কখনোই 
খারাপ চিন্তা করা যায় না।
মন, তোকে ছাড়া ভালো নেই আমি।
(বিবেক) সে‌ তোকে ছাড়া বেশ ভালোই আছে।
প্রথম দিনে তুমি তাকে ফেরত পেতে চাই।
হ্যাঁ আমি অল্পতেই খুশি কারণ আমি জানি আমি মধ্যবিত্ত।
আমি ও একদিন মুখ লুকাবো
সাদা কাপড়ের আড়ালে।
বুঝবে আমায় খুঁজবে সেদিন
কাকে তুমি হারালে।
যখন কষ্টটা সীমা ছাড়িয়ে যায়।
তখন মানুষ কাঁদে না চুপ করে যায়।
ধুলো ছিলো আমার চেহারায় অথচ আমি
সারাক্ষণ আয়না পরিকার করে গেলাম।
আমি কি তোমায় খুব বিরক্তি করছি
তবে বলে দিতে পারো আমায়।
একটা সময় ছিলো যখন 
আমিও তার খুব প্রিয়। 
ছিলাম।

Bangla shayari attitude

আমরা ফেসবুকে ও ইন্সটাগ্রামে Bangla attitude shayari পোষ্ট করি অথবা ফেসবুকে ডিপি বা প্রোফাইল পিকচার এর কাপসনে Bangla shayari attitude দিয়ে থাকি তাই আমরা আপনাদের জন্য Bangla shayari attitude এর সম্ভার নিয়ে হাজির হয়েছি, আশা করি পছন্দ হবে এবং খুব সহজেই কপি করে শেয়ার করতে পারবেন।

নিজেকে বুদ্ধিমান ভাবা ভালো । 
কিন্তু
তাই বলে সামনের মানুষটিকে নির্বোধ
ভাবা চূড়ান্ত বোকামির পরিচয়।
মানুষ যে জিনিসটা সহজে পায়,
তার মূল্য দেয়না।
ভুল করতে বেশি সময় লাগে না।
সময় লাগে ভুল শোধরাতে।
ভালো রাখিস তাকে 
যার জন্য দিনে দিনে 
অবহেলা করিস আমাকে।
যদি আস্তে আস্তে কমে যায় কথা আর গল্প 
তবে বুঝে নিও সে পেয়ে গেছে তোমার বিকল্প।
ক্ষমা বারবার করা যায়, 
কিন্তু বিশ্বাস একবার।
অভিমান অনেকটা মেঘের মতো
বৃষ্টি নামলে আস্তে আস্তে কেটে যায়।
কে রাখে কার খোঁজ
সবার গল্পে আমি নিখোঁজ।
বিশ্বাস
হীরের চেয়েও বেশি মূল্যবান।
মুখে মুখে তো সবাই আপন আপন বলে।
কিন্তু কে আপন সে তো সময় বলে দেয়।
ক্যামেরা দিয়ে 
মানুষের ছবি তোলা যায় 
but চরিত্রটা না।
কেও ব্যস্ত নেই ,
যার যতটা প্রয়োজন 
সে ততটাই তোমাকে গুরত্ব দেবে।
আমার একলা থাকার অভ্যেস 
আমি কিছুতেই ভাববো না তোমার কথা।

বাংলা শায়েরী ছবি অথবা Bangla Shayari images

👉👉👉👉আরও পড়ুনঃ কিভাবে স্বাস্থ্যাসাথি কার্ডের স্ট্যাটাস চেক করবেন?

🙏আমাদের ওয়েবসাইটে ভিসিট করবার জন্য এবং সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ, এরকম আরো sms, স্ট্যাটাস পড়ার জন্য আমাদের ওয়েবসাইটে এর sms সেকশন ফলো রাখুন, ধন্যবাদ আবার আসবেন।🙏

আমাদের পোস্টটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ।✍️

16 thoughts on “New bangla shayari 2022 | bangla shayari photo |রোমান্টিক ভালোবাসার শায়েরী”

Leave a Comment