Latest 200+ bangla sad shayari bengali | bengali sad shayari, bangla shayari bengali sad

Rate this post

bangla sad shayari 2022 সেরা বাংলা sad shayari in bengali, Quotes, bangla sad sms shayari, bengali sad status, bengali sad shayari এর এক গুচ্ছ শারেরি নিয়ে হাজির হলাম।

সাধারনত আমাদের মন খারাপ হলে বা কারো ব্যাবহারে কষ্ট পেলে, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের মনের ভাব প্রকাশ করে থাকি এতে মন হালকা হয়। মনের দুঃখ কষ্ট প্রকাশ করার জন্য অনেকেই আমরা ইন্টারনেটের মাদ্ধমে নতুন নতুন বাংলা sad shayari বা সার্চ করে থাকি। সেই কথা ভেবে আমরা এখানে ছবি সহ অনেক bangla sad shayari এর সম্ভার নিয়ে এসেছি।

এই স্বার্থপর পৃথিবীতে এমন অনেক কারন রয়েছে যা আমাদের মনে কষ্ট দিতে পারে। তাবলে সেই কষ্ট গুলোকে মনের ভেতর জমিয়ে রাখা উচিৎ ন​য়​। বরং মনের ভেতর জমে থাকা কষ্ট গুলোকে প্রিয় মানুষ গুলোর সাথে অথবা সোশ্যাল মিডিয়াই শেয়ার করে মন হালকা করে ফেলা দরকার। মনের কষ্ট হালকা করার জন্য এখানে Best Sad Shayari Bengali, হিন্দি শায়েরী বাংলায় লেখা, বাংলা শায়েরী 4 লাইনে, বাংলা শায়েরী sms, বাংলা sad শায়েরি pic, বাংলা shayari গুলি দেওয়া হোলো।

Awesome Bangla Sad Shayari

মনটা একবার ভাঙতে শুরু করলে
আগের মতো আর গুছানো হয়ে ওঠেনা।
ডুবে ডুবে ভালোবাসি 
তুমি না বাসলেও আমি বাসি।
কেমন করে এমন 
অচেনা হলে তুমি হঠাৎ করে।
তুমি আমায় না 
হওয়ার সেই প্রিয় মানুষ।
যে তোমাকে বুঝতে চায় না। তুমি হারিয়ে গেলে সে তোমায় খুঁজবে না। 1
বাংলা শায়েরী ছবি
কিছুই চাইনি আমি 
আজীবন ভালোবাসা ছাড়া।
যে তোমাকে বুঝতে চায় না। তুমি হারিয়ে গেলে সে তোমায় খুঁজবে না। 2
বাংলা শায়েরী ছবি
দূরে থেকেও তুমি ভালো থেকো
 আমি আড়াল থেকে শুধু এটাই চেয়ে যাব।
তাকে বলে দিও ভাবনার 
আকাশে আজ মেঘ জমা।
সময় বলে দেবে 
কে কার ছিলো।
যে তোমাকে বুঝতে চায় না। তুমি হারিয়ে গেলে সে তোমায় খুঁজবে না। 3
বাংলা শায়েরী ছবি
কিছু কথা বাকি ছিলো আর 
হয়তো কোনদিনো বলা হবে না।

shayari bangla sad

তুমি নেই এমন একটা স্যত
যেটা আমি জানি কিন্তু 
বিশ্বাস করতে পারছি না।
না বলেই চলে গেলে
 আমায় করে পর।
নিখোঁজ করে দিলাম
 নিজেকে তোমার চোখে।
3
sad shayari😭
একবারও কি 
আমায় মনে পড়ে না।
তুমি হারাতে পারো নতুন কারো ডাকে 
আমি না হয় তোমার স্মৃতি নিয়ে পড়ে থাকবো
এই দেয়ালের মাঝে।
4 1
sad shayari😭
যে তোমাকে বুঝতে চায় না।
তুমি হারিয়ে গেলে
 সে তোমায় খুঁজবে না।
যে তোমাকে বুঝতে চায় না। তুমি হারিয়ে গেলে সে তোমায় খুঁজবে না।
sad shayari😭
কেউ যদি তোমাকে ছেড়ে ভালো থাকতে পারে 
তবে তাকে ভালো থাকতে দাও।
অবহেলা করার নাম
একটু পরে কথা বলছি 
এখন ব্যস্ত আছি
সবথেকে খারাপ নেশা হলো
 কারো মায়ায় নিজেকে জড়িয়ে ফেলা।
প্রতিটা মানুষই একটা ভরসা পাওয়ার মানুষকে খুঁজে।
 যেখানে শরীরের থেকে মনের দাম বেশি।
বলা হয়নি অনেক কথা 
তবে মনের মধ্যেই থাকুক কে বলেছে 
ভালবাসলে তাকেই পেতে হবে।
5 1
বাংলা শায়েরী ছবি
আমার তোমার মত কাউকে না
 আমার শুধু তোমাকেই চাই।
সে চাইলেই বদলাতে 
পারো আমাদের জীবনের গল্পটা।
একদিন সব ঠিক হয়ে যাবে এই
 কথাটার বিশ্বাসে কত মানুষ বেঁচে আছে।
যা পেয়েছো তা হারিও না।
 যা হারিয়েছে তা কখনোই পেতে চেয়োনা,
 যা পাওনি তা কখনোই তোমার ছিলো না।
6
বাংলা শায়েরী ছবি
হঠাৎ মারা গেলে  সবাই ক্ষমা করে দিও। 
যেটাই খুব করে চাই সেটাই হারাই।
নতুন যখন ছিলাম তখন অনেক দামী ছিলাম।
এখন পুরনো তাই সস্তা।
Perfect না‌ হলে ও চলবে
তবে বিশ্বাসযোগ্য হওয়াটা প্রয়োজন।
সম্ভব না কারো মনের মতো হয়ে।
লোকে কি ভাববে তা ভেবে কিছু করবেন না।
মনে রেখো জীবনটা তোমার লোকের না।
8 1

হিন্দি শায়েরী বাংলায়

আমরা শায়েরি খুব পছন্দ করি মনের ভাব প্রকাশ করার জন্য, আবার অনেকেই হিন্দি শায়েরী বাংলায় ও অনেকে পছন্দ করি তাই আপনাদের জন্য হিন্দি শায়েরী বাংলায় এর অনেক সম্ভার নিয়ে হাজির হলাম আশা করি ভাল লাগবে পড়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

যদি ভাঙতেই হত সম্পর্ক 
গড়তাম না, 
আশা না থাকলে সাজাতাম না, 
তোমার ভালোবাসা বিশ্বাস না 
হলে ভালোবাসার হাত বাড়াতাম না।
হৃদয়ের সাগরে 
আছে গভীরতা, 
সেই গভীর থেকে তোমায় মনে পড়ে, 
যেদিন তোমায় ভুলে যাবো, বুঝবো 
আমাদের মৃত্যু এসেছে।
বন্ধু, 
যে কখনো 
আমাদের চোখে একফোঁটা 
জলও দেখতে পায়নি, 
হায়, আজ সে 
আমাদের চোখের জলের কারণ।
7
বাংলা শায়েরী ছবি
সেই মানুষগুলো জীবনে অনেক ভাগ্যবান, 
যারা ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পেয়েহে, 
কিন্তু আমি পৃথিবীর সবচেয়ে অভাগা মানুষ, 
যারা প্রেম করেও ভালোবাসা পায়নি, 
আর বন্ধুও পায়নি।
মেয়েটি যখন আমাকে প্রথম 
দেখে হাসল , 
তখনই আমরা বুঝেছিলাম যে এই 
মেয়েটি আমাদের সারাজীবন কাঁদাবে।
যদি বিচ্ছেদ থেকে,
তোমার হাসি ফিরে আসে, 
তবে আমার থেকে দূরে
থাকার অধিকার তোমার আছে।
9
বাংলা শায়েরী ছবি
এখন তোকে ছাড়া এ জীবনে বাঁচা সম্ভব না 
, এই হৃদয়ে অন্য কাউকে জায়গা দেওয়া সহজ নয়, 
আমরা সব ছেড়ে দিয়ে তোমার কাছে আসতাম, 
কিন্তু তুমি কখনো আমাকে মন থেকে ডাকনি।
এই হৃদয়ে অনেক বেদনা, 
কিন্তু আমরা বুঝতে পারি না, 
কেউ একজন খুব স্পেশাল ছিল কিন্তু সে কাছে নেই, 
আমি তার ভালবাসায় নষ্ট হয়েছি, 
এবং সে বলে যে এটা কোনো ভালবাসা না।
এখন ব্যাথা নিয়ে 
খেলতে শিখেছি, 
এখন বেবাফা
নিয়ে বাঁচতে শিখে গেছি।
10 1
বাংলা শায়েরী ছবি
সবাই ভালোবাসার কথা বলে, 
কিন্তু ভালোবাসার বেদনা সবাই বোঝে না, 
ভালোবাসার চাঁদ সবার চোখে পড়ে, 
কিন্তু সেটা পাওয়া সবার ভাগ্যে থাকে না।
আমরা  অনেক কিছু চেয়েছি কিন্তু 
পাইনি, 
তাকে ছাড়া আর কাউকে ভাবতে পারিনি, 
তাকে দেখে চোখের জল শুকিয়ে যায়, 
কিন্তু তাকে দেখে হাসতে পারিনি।
ভালোবাসা সবাই ভালোবাসে,
 সবাই হারানোর ভয় পায়, 
কিন্তু আমরা শুধু  ভালোবাসি , 
আমরা শুধু তার হাসি দেখতে চাই।
11 1
বাংলা শায়েরী ছবি
আমি হাসি, 
কিন্তু আমার হৃদয় দুঃখে ভরে যায়,
তোমার স্মৃতিতে হৃদয় এখনও কাঁদে,
ভালোবেসে আমরা তাদের হারিয়েছি 
যারা
বলত আমি শুধু তোমার। 
Bangla sad shayari pic
  • Bangla Sad Shayari
  • Bangla Sad Shayari
  • Bangla Sad Shayari
  • Bangla Sad Shayari
  • Bangla Sad Shayari
  • Bangla Sad Shayari
  • Bangla Sad Shayari
  • যে তোমাকে বুঝতে চায় না। তুমি হারিয়ে গেলে সে তোমায় খুঁজবে না।
  • Bangla Sad Shayari
  • Bangla Sad Shayari
  • Bangla Sad Shayari
  • Bangla Sad Shayari
  • Bangla Sad Shayari

🙏আমাদের ওয়েবসাইটে ভিসিট করবার জন্য এবং সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ, এরকম আরো sms, স্ট্যাটাস পড়ার জন্য আমাদের ওয়েবসাইটে এর sms সেকশন ফলো রাখুন, ধন্যবাদ আবার আসবেন।🙏

আমাদের পোস্টটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ।✍️