About us

Hlw guys, আমরা ফিউচার বাংলার পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই, এখানে আপনারা সম্পূর্ণ বাংলা ভাষার অটোকার এবং টেকনলজি সম্পর্কে আপডেট পাবেন। বিভিন্ন অফিসিয়াল তথ্য গুলির খোঁজ রাখি এবং সেই তথ্য গুলিকে সহজ বাংলা ভাষায় আমাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকি। 

futurebangla.in এর উদ্দেশ্য কি?

আমরা বাঙালি আমাদের মাত্রি ভাষা বাংলা এবং আমরা বাংলাতে পড়তে পছন্দ করি, কিন্তু সম্পূর্ণ বাংলাতে পশ্চিমবঙ্গে অনেক কম অয়েবসাইট যার কারনে আমরা আমরা অনেক পিছিয়ে হিন্দি বা ইংলিশ এর তুলনায়, তাই আমদের উদ্দেশ্য বাংলা ভাষাতে তথ্য প্রদান করা, এবং বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়া।

) অটোকার – বিভিন্ন ব্রান্ডের অফিসিয়াল আপডেটগুলির উপর আমরা লক্ষ রাখি এবং সেই খবরগুলি আমরা সোজা বাংলাতে প্রকাশ করে থাকি।

২) টেক এর খবর – আমাদের দেশে প্রত্তেক মাস নতুন কিছু মোবাইল ও নানান ধরনের Electric Gadget বের হয়, তার বিষয়ে সবার আগে আপনি খবর পাবেন আমাদের ওয়েবসাইটে।

কেন এই ওয়েবসাইট খুললাম (futurebangla.in)

ওয়েবসাইট বানানো, আর্টিকেল লেখা এইসব কাজের প্রতি আমাদের একটা ভালোলাগা ছিল চিরদিন, তাই আমরা আমাদের এই ওয়েবসাইটটি আমরা লঞ্ছ করি ২০২২ এর জানুয়ারী মাসে। এবং আমরা চাই যারা বাংলাতে পড়তে পছন্দ করেন, তাদের সুবিধা এর জন্য আমরা Futurebangla.in ওয়েবসাইট তৈরি করি, আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন।

এতখন জানলেন ওয়েবসাইটের বিষয়ে এবার জানবেন আমাদের বিষয়ে আমারা কারা ?

আমরা কারা ? : Who we are?

আমরা বলতে বর্তমানে দুইজন এই ওয়েবসাইট দেখাশোনা করি, ও লিখি, আমার নাম সৌভিক মৃধা ও আমার দাদা(বন্ধু) চঞ্চল হালদার । আমরা স্নাতক পাস করি এবং গত ৩ বছর ধরে আমরা Blogging শিখি এবং Blog লিখতে পছন্দ করি।